মঙ্গলবার, ২৬ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

ইয়াবা পাচারকারীর গল্পে মোশাররফ-রুনা খান

শোবিজ প্রতিবেদক

ইয়াবা পাচারকারীর গল্পে মোশাররফ-রুনা খান

টেকনাফের এক দরিদ্র জেলে মানিক। অভাবের তাড়নায় ও পারিপার্শ্বিকতার চাপে ইয়াবা পাচারের সঙ্গে যুক্ত হয়। ঝুঁকি নিয়ে কক্সবাজার থেকে ৪০০ ইয়াবা পোঁটলা করে গিলে পাকস্থলীর ভিতর নিয়ে ঢাকায় পৌঁছে দেয় গডফাদারের কাছে। ‘স্বর্ণমানব-৪’ এ এমন গল্পই দেখানো হবে। পরিচালক আবু হায়াত মাহমুদ এর আগের তিনটি সিরিজ নির্মাণ করেছেন। এ পর্বটিও তারই নির্মাণ। তিনি জানান, সিরিজটির জনপ্রিয়তা ও একই সঙ্গে চলমান সামাজিক বাস্তবতা মাথায় নিয়ে এই ধারাবাহিকের আয়োজন করা হয়েছে। ‘স্বর্ণমানব-৪’ আজ আন্তর্জাতিক কাস্টমস দিবসে প্রচার হবে। ‘স্বর্ণমানব-৪’ টেলিছবিটি চ্যানেল আইতে বিকাল সাড়ে ৫টা, আরটিভিতে দুপুর ২টায়, এনটিভিতে রাত ১১টা ২৫ মিনেট এবং বাংলাভিশনে পর দিন বিকাল ৫টা ১৫ মিনিটে এবং বৈশাখীতে রাত ১১টায় প্রচার হবে। এতে মূল চরিত্র মানিকের অভিনয় করেছেন মোশাররফ করিম। অন্যান্য ভূমিকায় আছেন জাকিয়া বারী মম, সালাউদ্দিন লাভলু, আজিজুল হাকিম, রুনা খান, আরফান আহমেদ, মনিরা মিঠু, রাশেদ মামুন অপু, আমানুল হক হেলাল, সুজাত শিমুল, শহীদউল্লাহ সবুজ, আরিয়া অরিত্রী, খালিদ মাহমুদ ও মাসুদ। গল্প ও চিত্রনাট্য লিখেছেন ড. মইনুল খান।

 

সর্বশেষ খবর