বুধবার, ৩ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

চলচ্চিত্রের উন্নয়নে ফারুক

শোবিজ প্রতিবেদক

চলচ্চিত্রের উন্নয়নে ফারুক

চলচ্চিত্র শিল্পের মঙ্গল চাইলে অবশ্যই সবাইকে এক প্ল্যাটফরমে দাঁড়াতে হবে। বিভেদ অবশ্যই চলচ্চিত্রের ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে প্রধান অন্তরায়। এই জগৎটিকে নতুন করে সাজাতে হবে। এই মত ব্যক্ত করে চলচ্চিত্রকার ফারুক বলেন, এফডিসিতে নতুন কমপ্লেক্স হচ্ছে ভালো কথা, প্রশ্ন হলো এতে চলচ্চিত্রের মানুষ কতটুকু উপকৃত হবে তা নিয়েও ভাবতে হবে। সিনেমা হলের জন্য ১ হাজার কোটি টাকার ঋণ সহায়তা দিচ্ছে সরকার। প্রদর্শকদের বলব চলচ্চিত্রের সবাইকে নিয়ে কাজ করুন। টাকা পেলাম আর বিদেশি ছবি এনে চালালাম তাহলে তো সমস্যার সমাধান হবে না। প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ গল্পকার, গীতিকার, প্রযোজক ও পরিচালকদেরও ঋণ দেন। এতে তাঁরা নতুন করে নির্মাণে আসতে পারবেন। তথ্য মন্ত্রণালয়ের সদস্য হিসেবে মন্ত্রণালয়ের এক বৈঠকে প্রস্তাব করেছিলাম এবং আবারও বলছি এফডিসির জন্য ব্যাংকে ১০০ কোটি টাকা এফডিআর করে রাখা দরকার। ৬ মাসে তা ১০৬ কোটি টাকা হবে। এই ইন্টারেস্ট দিয়ে এফডিসির ব্যয় সহজেই নির্বাহ করা যাবে। এফডিসির উন্নয়ন, চলচ্চিত্রের জন্য অনুদান প্রদান, সেন্সর বোর্ড, জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদানসহ চলচ্চিত্র সংক্রান্ত সব কমিটিতে সিনিয়র চলচ্চিত্রকারদের অন্তর্ভুক্ত করার জন্য সরকারের কাছে অনুরোধ জানান খ্যাতিমান অভিনেতা ফারুক এমপি।

 

সর্বশেষ খবর