বৃহস্পতিবার, ২২ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

কোনালের ‘স্মৃতিচারণা’

শোবিজ প্রতিবেদক

কোনালের ‘স্মৃতিচারণা’

‘আপনার আদর, স্নেহ, রান্না করে আদর করে খাওয়ানো, আপনার কতশত ভালোবাসা আর সাপোর্ট কী করে ভুলব। আপনি ছিলেন কিংবদন্তি, চিরদিন তাই থাকবেন। আপনার স্মৃতি সবাইকে কাঁদাবে, আপনার সৃষ্টি থাকবে চির অমর হয়ে। আপনাকে কখনো ভোলা যাবে না, শান্তিতে থাকুন আপু’। সদ্য প্রয়াত কিংবদন্তি অভিনেত্রী কবরীকে নিয়ে এভাবেই নষ্টালজিয়ায় আক্রান্ত এখন কণ্ঠশিল্পী কোনাল। জীবনে প্রথমবারের মতো একটি গান লিখেছিল কবরী। সেই গানের সংগীত পরিচালক বরেণ্য সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিন। ‘এই তুমি সেই তুমি’ ছবির এ গানটিতে কণ্ঠ দিতে কবরী নিজেই পছন্দ করেছিলেন কোনালকে। আর কোনালের কণ্ঠে গানটি শ্রুতিমধুর হয়ে ওঠায় খুশিতে কবরী বলেছিলেন, ‘সাবিনা সুর-সংগীত করার পর এত সুন্দর হয়েছে, মনে হচ্ছে আমিই গাই! কোনাল যে দরদ দিয়ে গাইবে, এটা আগে থেকেই আন্দাজ করেছিলাম। শেষ পর্যন্ত খুব ভালো হয়েছে। আমাদের ভীষণ ভালো লেগেছে।’ গানটিতে কোনালের সহশিল্পী ছিলেন ইমরান। গানটির শিরোনাম ছিল- ‘তুমি সত্যি করে বলো’।

কোনাল ও ইমরান দুজনেই চ্যানেল আই সেরাকণ্ঠ প্রতিযোগিতায় অংশ নিয়ে বিনোদন অঙ্গনে পরিচিতি লাভ করেন। কিংবদন্তি কবরীর লেখা ও সাবিনা ইয়াসমিনের সুর-সংগীতে গাইতে পারা এখন পর্যন্ত সংগীতজীবনের অন্যতম সেরা অর্জন হিসেবে দেখছেন কোনাল।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর