বৃহস্পতিবার, ২০ মে, ২০২১ ০০:০০ টা

কপিরাইট নিয়ে ফাহিম ফয়সালের তথ্যচিত্র

শোবিজ প্রতিবেদক

কপিরাইট নিয়ে ফাহিম ফয়সালের তথ্যচিত্র

‘কপিরাইট রেজিস্ট্রেশন করুন, মেধাসম্পদ সংরক্ষণ করুন’- এমন প্রতিপাদ্য নিয়ে কপিরাইট সচেতনতায় নির্মিত হয়েছে দুই পর্বের প্রামাণ্যচিত্র। নির্মাণ করেছেন সংগীতশিল্পী ফাহিম ফয়সাল। মেধাস্বত্ব নিয়ে দেশে এমন তথ্যচিত্র প্রথম নির্মাণ হয়েছে বলে জানান এর নির্মাতা। সৃজনশীল অঙ্গনের বিভিন্ন শাখায় দীর্ঘদিন নানা সমস্যা এবং নানা ধরনের মতানৈক্য চলমান। এসবের সমাধান ও কপিরাইট বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রামাণ্যচিত্রটি নির্মিত হয়েছে। সম্প্রতি বাংলাদেশ কপিরাইট অফিসের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে এ প্রামাণ্যচিত্রটি প্রকাশ হয়েছে। গানের জগতে ২০০৬ সাল থেকে আসা ফাহিম ফয়সাল কণ্ঠ দিয়েছেন ‘নীলচে আকাশ’, ‘আঙুল ছুঁতে চাই’, ‘নিঝুম নীরবতা’, ‘চোখের মাঝে’, ‘জাদুর ছায়ার’ প্রভৃতিতে। 

সর্বশেষ খবর