শুক্রবার, ৪ জুন, ২০২১ ০০:০০ টা

মানবতা গল্পের অভিনেতা রাশেদ

শোবিজ প্রতিবেদক

মানবতা গল্পের অভিনেতা রাশেদ

যেখানে রোমান্টিক আর পুতুপুতু প্রেমের গল্প নিয়ে ব্যস্ত আমাদের অভিনেতা- অভিনেত্রীরা, সেখানে স্রোতের উল্টো দিকে অভিনয় করে যাচ্ছেন রাশেদ সীমান্ত। ক্রিকেট মাঠের দুর্দান্ত এই খেলোয়াড় অভিনয় মাঠেও বেশ সফল। ২০১৮ সালের ঈদুল ফিতর উপলক্ষে আল হাজেনের পরিচালনায় ‘যেই লাউ সেই কদু’ নামের নাটকের মাধ্যমে প্রথম অভিনয়ে আসেন রাশেদ সীমান্ত। তবে এই অভিনেতা সব সময় অভিনয় করেন না। শুধু বিশেষ দিবসে বিশেষ গল্পে অভিনয় করেন তিনি। দর্শকদের কাছে তিনি অভিনেতা হিসেবে পরিচিত হলেও অভিনয় তাঁর মূল পেশা নয়। তিনি মূলত বৈশাখী টেলিভিশনের মার্কেটিং ইনচার্জ পদে দায়িত্ব পালন করছেন। সুবাতা রাহিক জারিফার রচনায় এবং জিয়াউর রহমান জিয়ার পরিচালনায় ‘মধ্যরাতের সেবা’ নাটকের মাধ্যমে দর্শকমহলে ব্যাপক প্রশংশিত হন রাশেদ সীমান্ত। গল্প নির্বাচনের ক্ষেত্রে রাশেদ সীমান্ত বরাবরই সতর্কতার পরিচয় দিয়েছেন। তাঁর অভিনীত নাটকগুলোতে হাস্যরসের মধ্য দিয়ে তুলে ধরার চেষ্টা করেছেন সমাজের নানা অসংগতি এবং তা থেকে উত্তরণের উপায়। তাঁর নাটকগুলোতে রয়েছে সমাজ পরিবর্তনের কোনো না কোনো নতুন বার্তা। তাঁর উল্লেখযোগ্য নাটকগুলোর মধ্যে রয়েছে- ‘জামাই বাজার’, ‘আমার বাবা’, ‘আমি রেকর্ড করতে চাই’, ‘প্যারোলে মুক্তি’, ‘আমি মীরজাফর’ এবং ‘হিল্লা বিয়ে’। তিনি বলেন, অল্প কিছু কাজের মধ্য দিয়ে দর্শকদের যে ভালোবাসা পেয়েছি তা সত্যি অবিশ্বাস্য। সব প্রশংসা মহান আল্লাহর।  দর্শকরা আমাকে যে ভালোবাসা দিয়েছেন আমি মনে করি তা আমার কর্মের তুলনায় অনেক বেশি।

সর্বশেষ খবর