বিয়েপাগল জনপ্রিয় অভিনেতা রাশেদ সীমান্ত এক আজব কান্ড করে বসেছেন। ফেসবুকে পরিচয় হওয়া নীলপরী নামক এক মেয়েকে প্রায় ৪০ কিলোমিটার হেঁটে গিয়ে বিয়ে করেছেন। ফেসবুকে মেয়ের ছবি দেখে তিনি এতটাই আবেগপ্রবণ হয়ে যান যে, তাঁকে বিয়ে করতে তিনি মরিয়া হয়ে উঠেন। মেয়েটিও আজব এক শর্ত দিয়ে বসেন, তাঁকে বিয়ে করতে হলে বরযাত্রী নিয়ে হেঁটে আসতে হবে। এর পর ঘটে এক মহাবিপত্তি! এমনই ঘটনা নিয়ে নাটক ‘হাঁটা জামাই’। নাটকটি রচনা ও পরিচালনায় রোমান রনি। নাটকটি প্রচার হবে বৈশাখী টিভিতে ঈদের দিন রাত ৮টা ১০ মিনিটে। এ ছাড়া রাশেদ সীমান্ত আরও অভিনয় করেছেন তিনটি একক এবং একটি ৭ পর্বের ধারাবাহিকে। তার মধ্যে রয়েছে একক নাটক ‘নয়ন তারা স্টোর’। ধারাবাহিক ‘প্রবাসী টাকার মেশিন’।