শনিবার, ২৪ জুলাই, ২০২১ ০০:০০ টা

আট ব্যান্ডের ‘রক কার্নিভাল’

শোবিজ প্রতিবেদক

ঈদে বাংলাদেশ টেলিভিশনের অনুষ্ঠান আয়োজনের বড় একটা অংশ জুড়ে রয়েছে ব্যান্ড সংগীতের আয়োজন। যে অনুষ্ঠানগুলোতে গান গেয়েছে দেশের খ্যাতনামা ১৫টি ব্যান্ড। বিটিভির অনুষ্ঠান বিভাগ জানিয়েছে, ঈদের দিন থেকে শুরু হওয়া এই ‘রক কার্নিভাল’-এ আটটি স্বনামধন্য ব্যান্ডের অংশগ্রহণ রয়েছে। এগুলো হলো- চিরকুট, আর্বোভাইরাস, ব্ল্যাক, নোভা, ব্যান্ড মেকানিক্স, ব্যান্ড ইনডালো, পেন্টাগন এবং ব্যান্ড ট্রেইনর। আজ বিকাল ৫টা ১০ মিনিটে প্রচার হবে ব্যান্ড শো ‘হাসতে দেখ গাইতে দেখ’। এ আয়োজনে গাইবে ব্যান্ড সিম্পনি, ব্যান্ড পার্থিব, ব্যান্ড এফ মাইনর, ‘শহরতলির আকাশ’ ও ব্যান্ড ‘শহরতলি’। আগামীকাল রাত ৮টা ৪৫ মিনিটে প্রচার হবে ব্যান্ড শো ‘ঈদের ব্যান্ড সংগীত’। গাইবে ব্যান্ড কিশোর অ্যান্ড ফ্রেন্ডস, ‘পায়ের মল শোনা যায়’ ও ‘কেন জানি বারে বারে’ এবং ‘রং চংগা এই শহরটায় কত বাদ্য শোনা যায়’ গাইবে ব্যান্ড নরান স্টার, ‘নিন্দুকের মুখে ছাই পড়ুক’ ও ‘তোমরা দেখ গো আসিয়া’ এবং ‘মাটির পরিচয় স্নেহময়ী জননী’ গাইবে ব্যান্ড রেশমি ও মাটি।

সর্বশেষ খবর