রবিবার, ১ আগস্ট, ২০২১ ০০:০০ টা

ববিতাকে ঘিরে শাকিবের আক্ষেপ

শোবিজ প্রতিবেদক

ববিতাকে ঘিরে শাকিবের আক্ষেপ

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অভিনেত্রী ববিতাকে ঘিরে আক্ষেপ প্রকাশ করেছেন ঢালিউডের নায়কোত্তম শাকিব খান। তবে শাকিবের এই আক্ষেপ ইতিবাচক। কারণ আমাদের চলচ্চিত্রে এখন আর সিনিয়র শিল্পীদের গুরুত্ব দেওয়া হয় না। তাদেরকে কেন্দ্র করে ছবির গল্পে থাকে না গুরুত্বপূর্ণ চরিত্র। অথচ বিশ্বজুড়ে এমনকি পাশের দেশ ভারতেও সিনিয়রদের মূল চরিত্রে রেখে লেখা হয় ছবির গল্প। যেমন অমিতাভ বচ্চন, প্রয়াত শ্রীদেবী, কলকাতার প্রয়াত সৌমিত্র চট্টোপাধ্যায়সহ অনেক সিনিয়র শিল্পীকে কেন্দ্রীয় চরিত্রে রেখে নির্মিত হয়েছে দর্শকনন্দিত বহু ছবি। গত ৩০ জুলাই ববিতার জন্মদিনে এই কিংবদন্তি অভিনেত্রীকে শ্রদ্ধা জানাতে গিয়ে নায়কোত্তম শাকিব তাঁর ফেসবুক পেজে লেখেন- ‘পাশের দেশের ষাট, সত্তর, আশির দশকের সিনেমার অভিনেতা-অভিনেত্রীদের ঘিরে কত কত সিনেমা নির্মিত হচ্ছে; অথচ ববিতা ম্যাডামদের মতো গুণী অভিনয়শিল্পীদের আমরা পরবর্তীকালে আর ব্যবহারই করতে পারলাম না। তাঁদের জন্য যুতসই গল্প-চরিত্র নির্মাণ করতে পারলাম না। হয়তো এসব আফসোসও এক দিন ঘুচবে। অন্তত ববিতা ম্যাডামের জন্মদিনে এমন প্রত্যাশাই জানিয়ে রাখলাম।’ ববিতাকে মাতৃতুল্য অভিভাবক উল্লেখ করে শাকিব খান আরও লিখেছেন, ‘অভিনয়ে আসার পর যে কয়জন অভিভাবক পেয়েছি, তাঁদের অন্যতম ববিতা ম্যাডাম। তাঁর মতো এমন অভিজ্ঞ ও দক্ষ অভিনয়শিল্পী মাথার ওপর ছায়া হয়ে থাকলে সবকিছুই সহজ হয়ে যায়। অনস্ক্রিনে অসংখ্যবার দর্শক তাঁকে আমার মায়ের ভূমিকায় দেখেছেন,  অফস্ক্রিনেও তিনি আমার কাছে

 তেমন একজন মমতাময়ী মা।’ 

সর্বশেষ খবর