বুধবার, ২২ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা
পানামা পেপার্স লিক কান্ড

ঐশ্বরিয়ার পর এবার অমিতাভ ও অজয়ের নাম

শোবিজ ডেস্ক

ঐশ্বরিয়ার পর এবার অমিতাভ ও অজয়ের নাম

সোমবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসে তলব করা হয় ঐশ্বরিয়া রাই বচ্চনকে। ২০১৭ সালে পানামা পেপার্স মামলায় নাম জড়ায় সাবেক এই বিশ্বসুন্দরীর। ফেমা আইনে তলব করা হয় বচ্চন বধূকে। সোমবার নয়াদিল্লির লোকনায়ক ভবনে ইডির অফিসে হাজির হন এই নায়িকা। দীর্ঘ ৬ ঘণ্টা ম্যারাথন জেরা করা হয় তাঁকে। পানামা পেপার্স মামলায় ভারতের প্রায় ৫০০ জনের নাম জড়িয়েছে। তাঁদের মধ্যে অভিনেতা, ক্রীড়াবিদ, ব্যবসায়ী সব বিশিষ্টজনের নাম রয়েছে। প্রত্যেকের বিরুদ্ধেই কর ফাঁকির অভিযোগ রয়েছে। এ বিষয়ে ইতিমধ্যেই শুল্ক দফতরের আধিকারিকরা তদন্ত শুরু করেছেন। পানামা পেপার্স ফাঁস মামলায় বচ্চন পরিবারের নামও ওঠে এসেছে এই মামলায় অর্থ পাচারের মামলাও নথিভুক্ত করেছিল ইডি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের এইচআইইউ বিষয়টি তদন্ত করছে। প্রসঙ্গত, অভিষেক বচ্চনও মাসখানেক আগে এই মামলায় জড়িত থাকার অভিযোগে জড়িয়েছেন। এক মাস আগে অভিষেক বচ্চনও ইডি অফিসে গিয়েছিলেন। ইডি আধিকারিকদের কাছে কিছু নথিও হস্তান্তর করেছে। ইডি সূত্রের খবর, খুব শিগগিরই নাকি অমিতাভ বচ্চনকেও এই মামলায় নোটিস দিতে চলেছে তারা। অন্যদিকে এই নাম ডাকার তালিকায় আসতে পারে অজয় দেবগনের। কারণ ব্রিটিশ ভার্জিনিয়া দ্বীপে অবস্থিত সবচেয়ে বড় শেয়ারহোল্ডার হলেন অজয় দেবগন।

সূত্রের খবর, এদিন ইডির বেশ কয়েকটি প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে ঐশ্বরিয়াকে। প্রথমত তাঁকে জিজ্ঞাসা করা হয়, কীভাবে তাঁদের সঙ্গে যোগাযোগ হলো নায়িকার? নায়িকার পাশাপাশি তাঁর মা-বাবাও এই কোম্পানির সঙ্গে যুক্ত। তাই ঐশ্বরিয়াকে জিজ্ঞাসা করা হয়, আপনার পরিবার কীভাবে যুক্ত হলো এই জালিয়াতির সঙ্গে? ২০০৫ সালের জুন মাসে কেন শেয়ারহোল্ডার হয়েছিলেন ঐশ্বরিয়া? বিগত ১৫ বছরের বিদেশি পেমেন্টের সব রেকর্ড এদিন ইডির হাতে তুলে দেন বচ্চন বউ।

সর্বশেষ খবর