ঢাকাই ছবিতে নতুন এক নায়ক-নায়িকা জুটির অভিষেক হতে চলেছে-সাইমন সাদিক-প্রিয়মণি। এবার দুজনকে পর্দায় জুটি করার ঘোষণা দিলেন পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক। ছবির নাম ‘হাহাকার’। সুদীপ্ত সাইদ খানের গল্পের ছবিটির শুটিং শুরু হবে এ মাসের শেষ সপ্তাহে, মানিকগঞ্জে। এ প্রসঙ্গে সাইমন বলেন, ‘ছবির গল্পটা দারুণ। মানিক ভাইকে নিয়ে নতুন করে কিছুই বলার নেই। এটুকু বলব, তাঁর পরিচালনায় কাজ করাটা সব সময়ই উপভোগ করি। প্রিয়মণি সম্পর্কে যতটা শুনেছি তিনি নতুনদের মধ্যে বেশ ভালো করার চেষ্টা করছেন। আশা করছি আমাদের পর্দা রসায়ন দর্শকের ভালো লাগবে।’ প্রিয়মণির চার নম্বর ছবি ‘হাহাকার’।