মঙ্গলবার, ১ মার্চ, ২০২২ ০০:০০ টা

ববিতার উদ্বেগ

শোবিজ প্রতিবেদক

ববিতার উদ্বেগ

জাতীয় চলচ্চিত্র পুরস্কার নিয়ে উদ্বেগ জানিয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অভিনেত্রী ববিতা। তাঁর কথায় এটি চলচ্চিত্রের মানুষের কাজের জন্য সরকারি স্বীকৃতি। মানে রাষ্ট্রীয় সম্মাননা। এই সম্মান যেহেতু রাষ্ট্রীয় তাই এটি অর্জন করলে কাজের উৎসাহ বহুগুণে বেড়ে যায়। কিন্তু গত কয়েক বছর ধরে দেখা যাচ্ছে নানাভাবে পুরস্কারটি নিয়ে আলোচনা-সমালোচনা আর বিতর্ক তৈরি হচ্ছে। যা কারও কাম্য হতে পারে না। অনেক সময় লক্ষ্য করা গেছে পুরস্কার প্রদানের ক্ষেত্রে অনেক ভুলও হয়। পরে আবার তা সংশোধনও করা হয়। আমার কথা হলো গুরুত্বপূর্ণ এই রাষ্ট্রীয় পুরস্কারের ক্ষেত্রে কেন ভুল হবে বা বিতর্ক তৈরি হবে। এই পুরস্কারের জন্য গঠিত জুরি বোর্ড যেন সুচারুরূপে সব আবেগ আর প্রভাবের ঊর্ধ্বে থেকে দায়িত্ব পালন করে। পাশাপাশি এই পুরস্কার প্রদানের সঙ্গে যুক্ত সংশ্লিষ্ট সবাই যেন নির্ভুলভাবে যাচাই-বাছাই করে পুরস্কারের তালিকা চূড়ান্ত করেন সেই অনুরোধ রইল। ১৫ ফেব্রুয়ারি ঘোষিত ২০২০ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারের নানা ক্যাটাগরি নিয়েও ইতোমধ্যেই পত্র-পত্রিকায় সমালোচনার সংবাদ দেখে আমি খুবই ব্যথিত হই। এমন অবস্থা ভবিষ্যতে আর চাই না।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর