চলতি বছরের ১২ ফেব্রুয়ারি এ প্রজন্মের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশার জীবনের সবচেয়ে কষ্টের দিন। কারণ এ দিনেই তিনি তার জন্মদাতা পিতাকে হারিয়েছেন। বাবাকে হারানোর পর স্বাভাবিক জীবনে ফিরে আসতে বেশকিছু দিন অভিনয়ে বিরতি নিয়েছিলেন তানজিন তিশা। এরইমধ্যে গ্রামের বাড়ি শরীয়তপুরেও সময় কেটেছে তার। সব মিলিয়ে ছকে বাঁধা জীবনের বাইরে একেবারেই অপরিকল্পিত একটা সময় কেটেছে তার। কিন্তু তারপরও মানুষকেতো একটা সময় স্বাভাবিক জীবনে ফিরতে হয়, ফিরতে হয় তার কাজে। তিশা চাচ্ছিলেন এপ্রিলের শুরুতে নাটকের কাজ শুরু করতে। কিন্তু তার আগেই যেহেতু তিশা নিজেকে মানসিকভাবে মোটামুটি কিছুটা কাজে ফেরার জন্য প্রস্তুত করছিলেন, সেই সময়েই আলাপ হয় তার সহকর্মী তৌসিফ মাহবুবের সঙ্গে। তারই কথার সূত্র ধরে গত ২৬ ও ২৭ মার্চ রাজধানীর উত্তরার প্রিয়াংকা আবাসিক এলাকার একটি শুটিং হাউসে মেহেদী হাসান হৃদয়ের রচনা ও পরিচালনায় তানজিন তিশা ও তৌসিফ ‘বিয়াইন আই লাভ ইউ’ নাটকে অভিনয় করেছেন। তানজিন তিশা বলেন, ‘সত্যি বলতে কি আমার কারও সঙ্গে কোনো প্রতিযোগিতা নেই। আমি নিজের সঙ্গেই প্রতিযোগিতায় ব্যস্ত থাকি। পরের কাজটা কতটা ভালো হতে পারে সেটা নিয়ে ভাবি আমি। আর এখন যে সময়টা যাচ্ছে যখন যে টাইপের চরিত্রে অভিনয় করা দরকার সেই আন্তরিক চেষ্টা থাকে আমার।