শুক্রবার, ২৭ মে, ২০২২ ০০:০০ টা

মঞ্চস্থ রাজবাড়ী থিয়েটারের ‘কবর’

শোবিজ প্রতিবেদক

রাজবাড়ী থিয়েটারের পুনর্জাগরণের প্রথম প্রযোজনা শহীদ বুদ্ধিজীবী মুনীর চৌধুরী রচিত ঐতিহাসিক নাটক ‘কবর’ মঞ্চস্থ হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ৭টায় রাজবাড়ী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে প্রদর্শিত হয় নাটকটি। নির্দেশনায় ছিলেন রাজবাড়ী থিয়েটারের সদস্য সচিব ফয়েজুল হক কল্লোল। অভিনয়ে বাবলা চৌধুরী, বিনয় কুমার সাহা, কাজী মিজানুর রহমান পলাশ, সৌমিত্র শীল চন্দন, স্মৃতি ইসলাম, রবিউল আওয়াল, এহসান, রিপন চক্রবর্তী, সুরুজ প্রামাণিক ও মুন্না। নাটক প্রদর্শনী শেষে রাজবাড়ী থিয়েটারের নতুন পথযাত্রায় শুভকামনা জানায় ফকীর আবদুল জব্বার, সৈয়দ সিদ্দিকুর রহমান, আহসানুল করিম হিটু, ওয়ালিউল হাসান মঞ্জু, বাচ্চু রহমান, আনিসুর রহমান।  এ পর্ব পরিচালনায় রাজবাড়ী থিয়েটারের আহ্বায়ক বাবলা চৌধুরী।

সর্বশেষ খবর