শনিবার, ২ জুলাই, ২০২২ ০০:০০ টা

শ্যামল-নাদিয়ার নাটক কান্না ঘর

শোবিজ প্রতিবেদক

শ্যামল-নাদিয়ার নাটক কান্না ঘর

আবির শিক্ষিত যুবক। হঠাৎ করে গ্রামে ‘কান্না ঘর’ বানিয়ে সবার কাছে হাসির পাত্র বিবেচিত হয়। আর এটা কোনোভাবেই মেনে নিতে পারে না, তার মা দিলরুবা বেগম ও ভালোবাসার মানুষ মিমি। সবাই তাকে কান্না ঘর ভেঙে ফেলতে বললেও সে রাজি হয় না। এতে মা ও মিমি দুজনেই তার ওপর ভীষণ ক্ষিপ্ত হয়।

একপর্যায়ে আবিরের মা ও ভালোবাসার মানুষ মিমি কান্না ঘর ভেঙে ফেলার সিদ্ধান্ত নেয়। আর তখনই আবিরের ওপর নেমে আসে কঠোর খড়গ। ঘটতে থাকে একের পর ঘটনা। এমন গল্পে সবুজ খান নির্মাণ করেছেন নাটক কান্না ঘর। এন ডি আকাশের রচনায় এর মূল ভূমিকায় অভিনয় করেছেন শ্যামল মাওলা ও সালহা খানম নাদিয়া। আরও অভিনয় করেছেন সূচনা সিকদার, সম্পা নিজাম, সেলজুকসহ আরও অনেকে। আসছে ঈদে বৈশাখী টেলিভিশনে কান্না ঘর প্রচার হবে বলে জানিয়েছেন নির্মাতা সবুজ খান। 

সর্বশেষ খবর