শনিবার, ৩০ জুলাই, ২০২২ ০০:০০ টা
অনন্ত-বর্ষা

শুভ কামনা

শোবিজ প্রতিবেদক

শুভ কামনা

ঈদে মুক্তি পাওয়া অনন্ত জলিল ও বর্ষা অভিনীত ‘দিন : দ্য ডে’ ছবিটি নিয়ে আলোচনায় রয়েছেন ছবির প্রযোজক-অভিনেতা অনন্ত জলিল। একই সঙ্গে অভিনেত্রী বর্ষাও। মুক্তির পর তৃতীয় সপ্তাহে এসেও দর্শকের আগ্রহে এখনো চলছে ছবিটি। এদিকে আগামী মাসেই ছবিটি বাহরাইনে মুক্তি পাচ্ছে বলে জানান এই জুটি। আজ ‘দিন : দ্য ডে’ দেখবেন হুইলচেয়ার ক্রিকেটার ও ড্রিম ফর ডিজঅ্যাবিলিটি ফাউন্ডেশনের ১০০ প্রতিবন্ধী। আজ সন্ধ্যা ৬টায় যমুনা ব্লক বাস্টার সিনেমাসে অনন্ত ও বর্ষা তাদের সঙ্গে ছবিটি দেখবেন। এদিকে গতকাল মুক্তি পাওয়া ‘হাওয়া’ ছবিটির সাফল্যের জন্য শুভকামনা জানিয়েছেন অনন্ত ও বর্ষা। তাঁরা বলেন, চলচ্চিত্র জগতে নির্মাতা-শিল্পী-কলাকুশলী সবাই একটি পরিবার। পরিবারের সবাই মিলেমিশে যদি সবসময় একজন আরেকজনের  সুখে-দুঃখে পাশে দাঁড়াই তাহলে এ অঙ্গনের সুদিন ফিরতে বাধ্য। আমি চাই সংস্কৃতি জগতের সবার মধ্যে ঐক্য বজায় থাকুক। শুধু ‘হাওয়া’ নয়, সব ছবির সাফল্য আমরা কামনা করি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর