ঢালিউডের শীর্ষনায়ক শাকিব খান বলেছেন, আমাদের চলচ্চিত্রকে আন্তর্জাতিক বাজারে প্রতিষ্ঠার জন্য আমি নিরলস কাজ করে যাচ্ছি। গত নয় মাস আমেরিকায় বসে আমার ব্যাক্তিগত কাজের ফাঁকে আমি এই প্রচেষ্টাই চালিয়ে গেছি। শিগগিরই চলচ্চিত্র নিয়ে সুখবর পাবেন। নয় মাস পর যুক্তরাষ্ট্র থেকে ফিরে দেশের মাটিতে পা রাখলেন চিত্রনায়ক শাকিব খান। গতকাল দুপুর দেড়টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বের হন তিনি। বিমানবন্দর থেকে বের হওয়ার পর তাঁকে ঘিরে ধরেন অপেক্ষমাণ শাকিবভক্ত ও সাংবাদিকরা। সে সময় শাকিব খান বলেন, ‘সবাই আমাকে এত ভালোবাসেন, আমি কৃতজ্ঞ। এই ভালোবাসা অনেক মিস করেছি।’ দেশে কতদিন থাকবেন, এমন প্রশ্নের উত্তরে শাকিব খান বলেন, ‘আমার দেশ, আমি তো এখানেই থাকব।’ এর আগে শাকিব খানের আগমন উপলক্ষে সকাল থেকে বিমানবন্দরে ভিড় করে কয়েক শ শাকিবভক্ত। ব্যানার-ফেস্টুন হাতে রাস্তার পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছেন তারা। এদের অনেকে শুধু প্রিয় নায়ককে এক নজর দেখার জন্য ছুটে এসেছেন দেশের বিভিন্ন অঞ্চল থেকে। ২০২১ সালের ১২ নভেম্বর নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছেড়েছিলেন শাকিব। এরপর বেশ কয়েকটি অনুষ্ঠানে অংশ নেন তিনি। আমেরিকার গ্রিনকার্ডের জন্য আবেদন করার কারণে তখন আর দেশে ফেরা হয়নি তাঁর। গ্রিনকার্ড পাওয়ার মাসখানেক পরই দেশে ফিরলেন তিনি। দর্শক-ভক্তদের শুভেচ্ছা ও সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শাকিব খান আরও বলেন, দেশে ফেরার জন্য আমি খুবই এক্সাইটেড ছিলাম।
বিশেষ করে গত সাত দিন ধরে আমার মধ্যে এই উত্তেজনা বেশি ছিল। ভাবছিলাম কখন দেশে ফিরব। যখন ফ্লাইটে ছিলাম তখন বারবার এয়ার হোস্টেসকে জিজ্ঞাসা করছিলাম দেশের মাটিতে ল্যান্ড করতে আর কত সময় বাকি। শাকিব আগত ভক্তদের উদ্দেশ্য করে বলেন, আপনাদের ভালোবাসা সত্যিই অমূল্য, এই ভালোবাসা বিদেশের মাটিতে বসে প্রতিটা মুহূর্ত খুব মিস করেছি। আমার প্রতি আপনাদের এমন ভালোবাসা দেখে সত্যিই আমি কিছু বলার ভাষা হারিয়ে ফেলেছি। আমার প্রিয় দর্শক-ভক্তদের জন্য আগামীতে আমার পক্ষ থেকে আরও ভালো ভালো কাজের সুখবর অপেক্ষা করছে। শাকিব আরও বলেন, আমি দীর্ঘ ৯ মাস যুক্তরাষ্ট্রে থাকার সময় চেষ্টা করেছি আমাদের বাণিজ্যিক ছবিকে কীভাবে আবার বিশ্বদরবারে প্রতিষ্ঠা করা যায়। এখন আমরা জানি যে, ছবির জন্য ভাষা কোনো ফ্যাক্ট নয়, আজ কোরিয়ান ছবি এক বিরাট অবস্থানে পৌঁছে গেছে। তামিল ছবি আন্তর্জাতিক অঙ্গনে ভালো জায়গা করে নিয়েছে। তাই আমার মূল লক্ষ্য ছিল আন্তর্জাতিক অঙ্গনে আমাদের ছবিকে কীভাবে ফের প্রতিষ্ঠা করা যায়, এই লক্ষ্যে আমেরিকায় একটি বাংলাদেশি ছবির মহরত করেছি। ‘রাজকুমার’ নামের এই ছবিতে আমেরিকার ক্রু ও আর্টিস্ট থাকছে। তাছাড়া আন্তর্জাতিক যেসব ডিজিটাল প্ল্যাটফরম রয়েছে সেখানেও আমাদের ছবি দেওয়ার কাজ করছি। আরেক প্রশ্নের জবাবে শীর্ষনায়ক বলেন, বাংলাদেশের ছবি সবসময়ই ভালো অবস্থানে ছিল। করোনাকালে সারা বিশ্বের ছবির একটা বাজে সময় গেছে। এখন সেই বাজে-মন্দাবস্থা কাটিয়ে চলচ্চিত্র আবার ঘুরে দাঁড়িয়েছে। বর্তমানে বিশ্বের চলচ্চিত্র আবার হাজার কোটি টাকার ব্যবসা করছে। আমাদের দেশের ছবিও কিন্তু এখন একটা ভালো অবস্থানে চলে এসেছে। চলচ্চিত্র কিন্তু আমাদের দেশের একটি প্রধান গণ ও বিনোদন মাধ্যম। শাকিব খান সবাইকে শুভেচ্ছা জানিয়ে বলেন, মাত্র তো দেশের মাটিতে পা রাখলাম, আগামীতে দেশবাসীর জন্য চলচ্চিত্র নিয়ে ভালো ভালো সুখবর দিতে চাই।
শিরোনাম
- তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বুড়িচংয়ে দোয়া মাহফিল
- ধর্মের দোহাই দিয়ে টিকেট বিক্রি করে কাজ হবে না: তানিয়া রব
- জবিতেও ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে রবিবার
- সোনারগাঁয়ে বিএনপির মনোনীত প্রার্থী মান্নানের সম্প্রীতি সমাবেশ
- ভূমিকম্প: ঢাবিতে রবিবারের ক্লাস-পরীক্ষা স্থগিত
- নোয়াখালীতে প্রয়াত ১০৯ বিএনপি নেতাকর্মীর পরিবারকে ক্রেস্ট ও সংবর্ধনা
- তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ বিনির্মাণে ধানের শীষের বিকল্প নেই: দুলু
- ভূমিকম্পে নিহত শিশুর শেষ বিদায়ে পাশে থাকতে পারেননি বাবা-মা
- বিএনপি ক্ষমতায় থাকলে নারীরা সুরক্ষিত থাকে: শামা ওবায়েদ
- নরসিংদীর মাধবদী কীভাবে শক্তিশালী ভূমিকম্পের কেন্দ্রে পরিণত হলো?
- 'তারেক রহমান প্রধানমন্ত্রী হলে প্রতিটি পরিবারের হাতে ফ্যামিলি কার্ড দেওয়া হবে'
- মুস্তাফিজকে আবারও দলে নিলো ক্যাপিটালস
- বাগেরহাটে কবি হিমেল বরকতের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত
- ঢাকায় ভূমিকম্পে নিহত বগুড়ার রাফিউলের দাফন সম্পন্ন
- ‘নির্বাচনকে নানাভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে’
- বিমান বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা
- বিক্রি হয়ে গেল দ্য টেলিগ্রাফ
- নারায়ণগঞ্জে বিএনপি প্রার্থীর উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- মিরসরাইয়ে বিজিবির অভিযানে ভারতীয় ৩১ গরু আটক
- শততম টেস্টে মুশফিকের বিরল রেকর্ড
নয় মাস পর যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে শাকিব খান
চলচ্চিত্র নিয়ে আরও সুখবর দিতে চাই
শোবিজ প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর