বুধবার, ২ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

তৃতীয় দিনেও জমজমাট বাংলাদেশ চলচ্চিত্র উৎসব

শোবিজ প্রতিবেদক

তৃতীয় দিনেও জমজমাট বাংলাদেশ চলচ্চিত্র উৎসব

তৃতীয় দিনেও চতুর্থ বাংলাদেশ চলচ্চিত্র উৎসবে কলকাতায় জনতার ঢল। শুধু ‘হাওয়া’ নয়, ‘হাসিনা এ ডটারস টেল’ থেকে ‘ন ডরাই’ কিংবা ‘পরাণ’ তিন বেলায় ছয় শো সব হাউসফুল। পশ্চিমবঙ্গে বাংলা সিনেমার ক্ষেত্রে দর্শকদের এমন আগ্রহ শেষ কবে দেখা গেছে তা মনে পড়া কঠিন। শো শুরুর প্রায় তিন ঘণ্টা আগে থেকে নন্দন চত্বরে রোদের মধ্যে ৫০০ মিটার লম্বা দর্শকদের অপেক্ষার লাইন বলে দেয় ভালো বাংলা সিনেমার প্রতি দর্শকদের আগ্রহ কমেনি এতটুকুও। গত শনিবার প্রথম দিনের পর সেই অর্থে বাংলাদেশি বা টলিউডের কোনো তারকার উপস্থিতি নেই কলকাতার নন্দন চত্বরে। তারপরও শুধু বাংলা ও বাংলাদেশি সিনেমার টানে কলকাতার নন্দন চত্বরে দর্শকদের প্রচণ্ড ভিড় লেগেই রয়েছে। দর্শকদের দাবি, টলিউডের সিনেমার থেকে ঢাকাই সিনেমা অতীব বাস্তবসম্মত ও সামাজিক। এমনকি অভিনয়দক্ষতায়ও বাংলাদেশের অভিনেতারা ভালো করছেন। কিছু ক্ষেত্রে গল্পে দুর্বল হলেও ক্যামেরার কাজ আন্তর্জাতিক মানের। আর তাই বাংলাদেশ চলচ্চিত্র উৎসবে বেশি সংখ্যক সিনেমা দেখানোর দাবি জানিয়েছেন দর্শকরা। ইতোমধ্যেই দর্শকচাহিদায় প্রতিদিন আরও একটি করে শো বাড়াতেও বাধ্য হয়েছে কলকাতার বাংলাদেশ উপদূতাবাস। আজ পর্দা নামবে এই উৎসবের।

সর্বশেষ খবর