বছর শেষ হয়ে আবার নতুন বছর পড়ল তবু মুক্তি নেই। প্রথম সপ্তাহেই দিল্লির পাতিয়ালা হাউস কোর্টে হাজিরা দিতে গেলেন জ্যাকুলিন ফার্নান্দেজ। ২০০ কোটি টাকা আর্থিক তছরুপের মামলায় সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে নাম জড়িয়ে রয়েছে অভিনেত্রীর। পেশা মাথায় উঠেছে, থানাপুলিশ করেই বছর কাটছে তার। সব মিলিয়ে ২০২২ সাল ভালো কাটেনি জ্যাকুলিনের। ইডি এবং আদালতে হাজিরা দিতেই চলে গেছে সময়। বিদেশযাত্রার অনুমতি চেয়েও পাননি। তাই নতুন বছরের শুরুতে প্রার্থনা করতে দেখা গেছে জ্যাকুলিনকে। মুম্বই থেকে সোজা হাজির হয়েছিলেন বৈষ্ণোদেবীর দরবারে।
বুধবার সকালে কাটরায় পৌঁছেন জ্যাকুলিন। সেখান থেকে তিনি বৈষ্ণোদেবী মন্দিরের উদ্দেশে যাত্রা শুরু করেন। পুরো বিষয়টিই সাংবাদমাধ্যম থেকে দূরে রাখা হয়েছিল।