গুণী অভিনেতা আজিজুল হাকিমকে একেবারে ভিন্নরূপে হাজির করলেন নাট্য নির্মাতা রানা বর্তমান। ইমপ্রেস টেলিভিশনের অর্থায়নে সম্প্রতি নির্মিত হয়েছে টেলিছবি ‘টেম্পু’। আর এতেই নিজেকে নতুন রূপে তুলে ধরেছেন আজিজুল হাকিম। সোশ্যাল মিডিয়ায় এই টেলিছবির বেশ কিছু স্থিরচিত্র ছড়িয়ে পড়েছে। আর সেই স্থিরচিত্রগুলো দেখে সবাই আজিজুল হাকিমের প্রশংসা করেছেন। আর লুক বদলে ফেলার জন্য নির্মাতা রানা বর্তমানকেও ক্রেডিট দিচ্ছেন অনেকেই। ‘টেম্পু’ টেলিছবিটি রচনা করেছেন জাকির হোসেন উজ্জ্বল। আৎরও অভিনয় করেছেন আবদুন নুর সজল, শেহতাজ, রেবেকা রউফ, আরিয়ান, শখ, মীর নাসিমুল ইসলাম, সজীব সিং প্রমুখ। খুব শিগগিরই টেলিছবিটি চ্যানেল আইয়ে ও ইউটিউব চ্যানেলে দেখানো হবে। এদিকে সম্প্রতি ‘স্বর্ণমানব ৫’-এ কাজ করেছেন আজিজুল হাকিম।