‘কবে আমার হবে’ শীর্ষক নতুন একটি গানে কণ্ঠ দিয়েছেন কাজী শুভ। আর গানটির ভিডিওচিত্রে মডেল হয়েছেন আলভী মামুন ও নওমী খান। গানটির কথা লিখেছেন মামুন আফনান রুমী, সুর করেছেন আকরাম খান ও সংগীতায়োজন করেছেন শামীম মাহমুদ। রাজীব হোসাইন নিলয়ের পরিচালনায় নেত্রকোনার মনোরম লোকেশনে নির্মিত হয়েছে গানটির ভিডিওচিত্র। নতুন এই গান প্রসঙ্গে কণ্ঠশিল্পী কাজী শুভ বলেন, ‘রোমান্টিক মেলোডি গান এটা। দর্শকদের ভালো লাগবে।’ গানের মডেল নওমী খানের ভাষায় ‘গানটি হৃদয়ছোঁয়া। ভালো লাগার মতো একটি গান।’ রেড বক্স মাল্টিমিডিয়া থেকে গানটি প্রকাশ পাবে।