বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

ফাখরুল আরেফিনের ‘অবিনশ্বর’

শোবিজ প্রতিবেদক

ফাখরুল আরেফিনের ‘অবিনশ্বর’

১৯৪৭ সালে দেশ ভাগের পর নতুন রাষ্ট্র পাকিস্তানে বাংলা ভাষা নিয়ে সর্বপ্রথম সরব হয়েছিলেন ধীরেন্দ্রনাথ দত্ত। ১৯৭১ সালের ২৯ মার্চ রাতে পাকিস্তানি হানাদার বাহিনীর সদস্যরা পুত্র দিলীপ কুমার দত্তসহ ধীরেন্দ্রনাথ দত্তকে গ্রেফতার করে। তাদের কুমিল্লা ক্যান্টনমেন্টে অমানবিক নির্যাতন করে হত্যা করা হয়। দেশবরেণ্য এই সূর্যসন্তানকে নিয়ে খুব একটা আলোচনা হয় না। নতুন প্রজন্মের কাছে তার বীরত্বগাথাও বলা যায় অজানা। সেই জায়গা থেকে ভুবন মাঝি, গন্ডিখ্যাত নির্মাতা ফাখরুল আরেফিন খান নির্মাণ করছেন প্রামাণ্য চলচ্চিত্র ‘অবিনশ্বর’। জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী নির্মাতা ফাখরুল আরেফিন খান জানান, ‘গড়াই ফিল্মসের ব্যানারে নির্মিত এই প্রামাণ্য চলচ্চিত্রটি ২৫ ফেব্রুয়ারিতে মুক্তিযুদ্ধ জাদুঘরে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে প্রদর্শিত হবে।’ সরকারি অনুদানে নির্মিত এই প্রামাণ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন নওফেল জিসান, আতিক রহমান, যশ জায়েদী, আমিরুল ইসলাম, শাহীন সরকার, আসলাম আলী, বাবু, হালিম স্বপন।

সর্বশেষ খবর