শিরোনাম
মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

দূর দ্বীপ বাসিনী মিম

 শোবিজ প্রতিবেদক

দূর দ্বীপ বাসিনী মিম

সমুদ্রসৈকতের বালুকাবেলায় উজ্জ্বল লাল-শুভ্র সাজে ধরা দিয়েছেন নায়িকা বিদ্যা সিনহা মিম। ভাষা দিবস হোক আর বসন্তের শুরুর দিনই হোক বা সিনেমার প্রচার, বিয়েবার্ষিকী বা একান্তই নিজস্ব সময়-প্রায় সবই অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিতে সোশ্যাল মিডিয়ায় তাঁর দারুণ উপস্থিতি। ফেসবুকে একগুচ্ছ ছবি পোস্ট করে ক্যাপশনে মিম স্মরণ নিয়েছেন কবি নজরুল ইসলামের গানের বাণী। ‘দূর দ্বীপবাসিনী, চিনি তোমারে চিনি, দারুচিনিরও দেশের তুমি বিদেশিনীগো, সুমন্দভাষিণী’-ক্যাপশনের ছবিতে সাদা শাড়িতে মিমের মাথায় ফুলের মুকুট। সমুদ্রকে পেছনে রেখে দুই হাত প্রসারিত করে মিম জানালেন, ‘আমার বর্ণমালা, আমার বাংলা, আমার ভাষা, আমার বাংলাদেশ।’ এই ছবিতে মিমের ভাষ্য, ‘প্রতিটি দিনের মধ্যেই নিজেকে সুন্দর করে তোলার সুযোগ থাকে।’ মিমের এই ছবির ক্যাপশন হলো- ‘ইয়া হাবিবি’। ভারতের পুরুলিয়ায় বেড়াতে গিয়ে এই ছবি তুলেছিলেন মিম। তার কথা হলো, ‘দুনিয়া কয়দিনের, একটু দেখেশুনে নেই।’

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর