শুক্রবার, ৩ মার্চ, ২০২৩ ০০:০০ টা

৩২ দেশের সিনেমা নিয়ে সমুদ্র সৈকতে উৎসব

শোবিজ প্রতিবেদক

শুরু হচ্ছে ‘গ্লোবাল ইয়ুথ ফিল্ম ফেস্টিভ্যাল বাংলাদেশ’র ষষ্ঠ আসর। চলচ্চিত্র সংসদ ‘সিনেমা বাংলাদেশ’র উদ্যোগে আজ থেকে ৫ মার্চ পর্যন্ত সমুদ্র তীরের শহর কক্সবাজারে অনুষ্ঠিত হবে এটি। ‘লেটস্ সিনেমা!’ স্লোগানে এবারের উৎসবে অংশ নিচ্ছে ৩২টি দেশের তরুণ নির্মাতাদের চলচ্চিত্র। তথ্যগুলো জানিয়েছেন উৎসব আয়োজক কমিটির সদস্য সচিব রোকেয়া প্রাচী ও উৎসব প্রযোজক হেমন্ত সাদীক। উৎসবটির বিভিন্ন বিভাগে উপস্থিত থাকবেন দেশের বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও জনপ্রিয় তারকারা। এর মধ্যে আছেন রামেন্দু মজুমদার, নাসিরউদ্দীন ইউসুফ,  মোরশেদুল ইসলাম, প্রসূন রহমান, রেদয়ান রনি, জেরেমি চুয়া, আবু শাহেদ ইমন, আজমেরী হক বাঁধন, নাসির উদ্দীন খান, মোস্তাফিজুর নূর ইমরান, শারমিন সুলতানা সুমিসহ আরও অনেকে। এই উৎসবে ‘আমন্ত্রিত চলচ্চিত্র’ নামে একটি বিভাগ থাকছে। এতে দেশের সাম্প্রতিক সময়ের আলোচিত কয়েকটি ছবি দেখানো হবে। এগুলো হলো- ‘রেহানা মরিয়ম নূর’, ‘মায়ার জঞ্জাল’, ‘মশারি’, ‘ট্রানজিট’ ও ‘দামাল’।  এগুলো প্রদর্শিত হবে কক্সবাজারের লাবণী পয়েন্টে, উন্মুক্ত সৈকতে। প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হবে শো।

সর্বশেষ খবর