রবিবার, ১২ মার্চ, ২০২৩ ০০:০০ টা

সত্যেন সেন গণসংগীত উৎসব

শোবিজ প্রতিবেদক

সত্যেন সেন গণসংগীত উৎসব

শুরু হয়েছে সত্যেন সেন গণসংগীত উৎসব। প্রলয় বাজাও গানে, সাহস জাগাও প্রাণে’- এই স্লোগান নিয়ে বর্ণাঢ্য আয়োজনে শুরু হয়েছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী আয়োজিত একাদশ সত্যেন সেন গণসংগীত উৎসব ও জাতীয় গণসংগীত প্রতিযোগিতা। ১০, ১১ ও ১২ মার্চ তিন দিনব্যাপী উৎসবের প্রথম দিন ছিল ১০ মার্চ। এদিন বিকালে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে শুরু হয় উৎসবের কার্যক্রম। উদ্বোধন করেন উদীচীর অন্যতম উপদেষ্টা, লোকশিল্পী সাইদুর রহমান বয়াতি। এ সময় সমবেতভাবে জাতীয় এবং সংগঠন সংগীত পরিবেশন করেন উদীচীর শিল্পীরা। উদ্বোধন ঘোষণার সঙ্গে সঙ্গে একাদশ উৎসবের সঙ্গে সামঞ্জস্য রেখে একজন ঢাকি এবং ১০ জন ঢুলি মিলে ঢাক ও ঢোলের বাদ্যে চারপাশ মুখরিত করে তোলেন। আজ শেষ দিন ছায়ানট মিলনায়তনে ভারত থেকে আগত অতিথি শিল্পী কংকন ভট্টাচার্য্য, মন্দিরা ভট্টাচার্য্য ও রঞ্জিনী ভট্টাচার্য্যরে পরিবেশনা অনুষ্ঠিত হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর