বাংলাদেশ প্রতিদিনের ১৪ বছরে পদার্পণ উপলক্ষে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় রবিবার উপস্থিত হয়েছিলেন শোবিজ অঙ্গনের তারকারা। শুভেচ্ছা বিনিময় ও গানে তাঁরা মাতিয়ে রাখেন শ্রোতা-ভক্তদের। তারকাদের মিলনমেলার কিছু মুহূর্ত ধরা পড়েছে ক্যামেরায়। ছবি তুলেছেন : অ্যা ওয়েডিং ডোর বিডি নেওয়াজ রাহুল অ্যান্ড টিম

নূর মো. মণি, কাজী হায়াৎ, শাহীন সুমন ও সাইদুর রহমান সাঈদ

ছটকু আহমেদ

আরিফিন শুভ

দিঠি আনোয়ার

বাপ্পী চৌধুরী

সাইমন সাদিক
মনোরম পরিবেশনায় ঝলমলে মঞ্চ

মুক্তিযুদ্ধের গানসহ নিজের জনপ্রিয় গানে মঞ্চ মাতান কণ্ঠশিল্পী আলম আরা মিনু

কন্যারে কন্যারেসহ একাধিক গানে কণ্ঠশিল্পী শান

সাংস্কৃতিক পর্বের শুরুতেই তানজিনা রুমার পরিবেশনা

বেলাল খান গেয়েছেন পাখি ও পাগল তোর জন্যরে

লোপা হোসেইনের গানে ছিল ভিন্ন মায়া

মিলনের গানে দর্শক নেচে-গেয়ে ফুর্তিতে মেতেছিল

অয়ন চাকলাদার গেয়েছেন চলো নিরালায়

মং পরিবেশন করেছেন চুমকিসহ বেশ কিছু গান

কামরুজ্জামান রাব্বির ফোক গানে গলা মিলিয়েছে দর্শক

তাসলিমা মৌ গেয়েছেন সোনা বন্ধু

কাজল আরিফ গেয়ে শুনিয়েছেন পছন্দের ফোক গান

রেহানের বাজে স্বভাবে মেতেছিল দর্শক

কণ্ঠশিল্পী শাহরিন মীম শুনিয়েছেন দিল্লিতে নিজামুদ্দিন

সিমরিন লুবাবার একাধিক পরিবেশনায় মুগ্ধ দর্শক