শনিবার, ১ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

লন্ডনের ইউটিউব চ্যানেলে মিতু কর্মকারের গান

শোবিজ প্রতিবেদক

লন্ডনের ইউটিউব চ্যানেলে মিতু কর্মকারের গান

সংগীতশিল্পী মিতু কর্মকার। সংগীতই যাঁর ধ্যান-জ্ঞান। এর আগে লেখাপড়ার জন্য বছরের বেশির ভাগ সময় মিতু কর্মকারকে থাকতে হয়েছে ভারতের গুজরাটে। সেখানে শিখেছেন হিন্দুস্তানি শাস্ত্রীয় সংগীত। তবে সেই পড়ালেখার পাঠ চুকিয়ে এখন বাংলাদেশে। তিনি ভারতের পুরনো বিদ্যাপীঠ গুজরাটের মহারাজা সায়াজিরাও বিশ্ববিদ্যালয়ে (এমএসইউ) হিন্দুস্তানি শাস্ত্রীয় সংগীতের ওপর স্নাতক ও স্নাতকোত্তর শেষ করেছেন। মিতু বলেন, ‘ইচ্ছা রয়েছে সংগীতের ওপর পিএইচডি করে এরপর শিক্ষকতা পেশায় যাওয়ার।’ এদিকে নতুন খবর হচ্ছে, লন্ডনের ইউটিউব চ্যানেল ‘আই মিডিয়া’য় সম্প্রতি মিতুর গাওয়া সাতটি গান প্রকাশ হয়েছে। গানগুলো হচ্ছে- আমার আপনার চেয়ে, আমার নয়নে নয়ন রাখি, বেণীমাধব, বধূয়া নিদ নাহি আঁখিপাতে, দূর দ¦ীপবাসিনী, এমনি বরষা ছিল সেদিন ও জোছনা করেছে আড়ি। রেডিও ক্যাপিটালের স্টুডিওতে এই সাতটি গানের রের্কড করে বাংলাদেশ প্রতিদিনের ডিজিটাল টিম। এ প্রসঙ্গে মিতু বলেন, ‘আসলে ভালো করে গাওয়ার চেষ্টা করেছি। জানি না কতটুকু পেরেছি। আমি কৃতজ্ঞতা জানাই বাংলাদেশ প্রতিদিনকে এমন সুন্দর উদ্যোগের জন্য।’   উল্লেখ্য, মিতু কর্মকার ছয়টি গান নিয়ে নতুন একটি অ্যালবামের কাজ শুরু করছেন। গানের লিরিকস প্রস্তুত, তবে কম্পোজিশনের জন্য হাই প্রোফাইলের মিউজিশিয়ানের কথা ভাবছেন মিতু। দেশে ফিরে টিভিতে কোনো প্রোগ্রাম না করলেও ‘পটের বিবি’ পেইজের জন্য একটি গান করেছেন, যেটি গত পরশু রেকর্ড করেছেন। 

 

সর্বশেষ খবর