সোমবার, ৩ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

শুভশ্রীর সুপ্ত প্রতিভা

 শোবিজ ডেস্ক

শুভশ্রীর সুপ্ত প্রতিভা

পশ্চিমবঙ্গের জনপ্রিয় তারকাজুটি রাজ-শুভশ্রী। সোশ্যাল মিডিয়ায় প্রায় সময়ই সরব থাকেন এই অভিনেত্রী। দুজনের বিভিন্ন সময়ের নানা মুহূর্তের ভিডিও ভক্তদের সঙ্গে শেয়ার করেন তিনি। সম্প্রতি এক প্রশ্ন উত্তর পর্বে শুভশ্রীর সুপ্ত প্রতিভা নিয়ে মন্তব্য করেন রাজ। কিছুদিন আগেই জন্মদিন গেল এই নির্মাতার। সেদিন সোশ্যাল মিডিয়ায় এই দম্পতির একটি ছবিকে ঘিরে রীতিমতো হইচই পড়ে যায়। সেখানে রাজকে জড়িয়ে চুমু খেতে দেখা যায় শুভশ্রীকে। তাঁদের রসায়নে কাপল গোল খুঁজে পেয়ে ব্যাপক মুগ্ধও হয়েছিলেন নেটিজেনরা। তুমুল সমালোচনার পর এ বিষয়টা নিয়ে শুভশ্রী বলেছিলেন, প্রতি মিনিটেই এখন রাজ আর আমি চুমু খাই। দিনকয়েক আগেই মুক্তি পেয়েছে শুভশ্রী গঙ্গোপাধ্যায় অভিনীত সিনেমা ‘ইন্দুবালা ভাতের হোটেল’। সম্প্রতি একটি প্রশ্ন উত্তর পর্বে সেই সংক্রান্ত দুটি প্রশ্ন করা হয় শুভশ্রীকে। প্রথমে তাঁকে প্রশ্ন করা হয়, মানুষের মধ্যে প্রথম কী দেখেন তিনি? জবাবে অভিনেত্রী বলেন, অনুভূতি। দ্বিতীয় প্রশ্নে অভিনেত্রীর কাছে জানতে চাওয়া হয়, তাঁর দেখা সর্বশেষ সিনেমা কোনটি? উত্তরে তিনি জানান, ‘ইন্দুবালা ভাতের হোটেল’। সেই সঙ্গে সিনেমাটি দেখার জন্য সবাইকে অনুরোধ করেন শুভশ্রী। পর্বের শেষ প্রশ্নে তাঁকে জিজ্ঞাসা করা হয় যে, অভিনেত্রীর সুপ্ত প্রতিভা কী? প্রশ্নের উত্তর না দিয়েই তিনি চলে যান তাঁর বেটার হাফ রাজের কাছে। এর জবাবে রাজ বলেন, তোমার কী সুপ্ত প্রতিভা? আমি সত্যিই এটা জানি না। আর এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শুভশ্রী পোস্ট করা মাত্রই নানা ধরনের মন্তব্য ছুড়ে দিলেন নেটিজেনরা।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর