এই ঈদে পরিবার ও আপনজনদের নিয়ে বেড়িয়ে আসুন ঢাকার অদূরে বিনোদন কেন্দ্র ফ্যান্টাসি কিংডম কমপ্লেক্সে। ঈদ উপলক্ষে পার্ক কর্তৃপক্ষ আয়োজন করেছে মনোমুগ্ধকর আলোকসজ্জা, ডিজে শো, গেম শোসহ বিশেষ প্রমোশনের ব্যবস্থা। এখানে রয়েছে বিনোদনের সব সুযোগ-সুবিধা। এই কমপ্লেক্সে রয়েছে ফ্যান্টাসি কিংডম, ওয়াটার কিংডম, এক্সট্রিম রেসিং (গো কার্ট), রিসোর্ট আটলান্টিস- এই চারটি বিশ্বমানের বিনোদন কেন্দ্র। এ ছাড়াও চট্টগ্রামে বিনোদন কেন্দ্র ফয়’স লেক কনকর্ড, সি ওয়ার্ল্ড কনকর্ড ও ফয়’স লেক রিসোর্ট এই তিন বিনোদন কেন্দ্র নিয়ে গড়ে উঠেছে ফয়’স লেক কমপ্লেক্স। অবসর কাটাতে ও একান্ত বিশ্রামকে মোহময় করে তুলতে বিভিন্ন সুযোগ-সুবিধা দিয়ে সুসজ্জিত ফয়’স লেক রিসোর্ট। এখানে রুম ভাড়ার সঙ্গে পাচ্ছেন সকালের নাস্তা ও ফয়’স লেকের সব রাইডস উপভোগ করার সুযোগ। -বিজ্ঞপ্তি