রবিবার, ৭ মে, ২০২৩ ০০:০০ টা

ফেরদৌসী মজুমদারের কষ্ট

শোবিজ প্রতিবেদক

ফেরদৌসী মজুমদারের কষ্ট

বরেণ্য অভিনেত্রী ফেরদৌসী মজুমদার। দীর্ঘদিন পর মঞ্চে অভিনয় করলেন থিয়েটারের নতুন নাটক ‘লাভ লেটারস’-এ। সন্ধ্যা ৭টায় রাজধানীর মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে নাটকটি মঞ্চস্থ হয়। তবে আলী যাকেরের সঙ্গে মঞ্চে আর পা রাখা হলো না, এ নিয়ে এখনো মন খারাপ তাঁর। তিনি বলেন, ‘আলী যাকেরের মতো বড় মাপের একজন শিল্পীর চলে যাওয়াটা ছিল কষ্টের। তেমনি তাঁর একটা ইচ্ছা অপূরণীয় থেকে গেল- এটা ভেবেও খারাপ লাগে। মঞ্চ ও টিভির বেশ কিছু নাটকে আমি আর আলী যাকের একসঙ্গে অভিনয় করেছি, যার সুবাদে আবিষ্কার করেছি তিনি কত বড় মাপের অভিনেতা। তাই আমিও ভীষণভাবে চেয়েছিলাম তাঁর সঙ্গে আবারও মঞ্চে অভিনয় করতে। ‘লাভ লেটারস’ নাটকের প্রস্তুতি পাঠেও অংশ নিয়েছিলাম আমরা। এরপরও একসঙ্গে আর মঞ্চে পা রাখা হলো না। তাই ‘লাভ লেটারস’ নাটকে মিশে আছে আলী যাকেরের অসংখ্য স্মৃতি, যা কখনো মুছে যাবে না।’  এদিকে ভালো চিত্রনাট্য পাচ্ছেন না বলেই টিভি নাটকে অভিনয় করছেন না বলে জানান বরেণ্য এই অভিনেত্রী। 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর