দর্শকনন্দিত অভিনেত্রী শাবনূর অস্ট্রেলিয়ায় প্রবাস জীবনযাপন করছেন দীর্ঘদিন ধরে। গতকাল বাংলাদেশ প্রতিদিনকে মুঠোফোনে জানান, তিনি বেশ ভালো আছেন। নিজের এবং বোনের বাচ্চাদের সঙ্গে নানাভাবে আনন্দঘন সময় কাটাচ্ছেন। এমন কথার ফাঁকে নিজের একটি ইচ্ছার কথা জানাতে ভুল করেননি শাবনূর। কি সেই ইচ্ছা? এমন প্রশ্নে শাবনূর বলেন, চলচ্চিত্র হচ্ছে আমার প্রাণের জায়গা। অভিনয় করেই আজ আমি সবার প্রিয় শাবনূর হয়েছি। তাই চলচ্চিত্রকে কখনো ভুলতে পারব না। আমি এখন পরিকল্পনা করছি অস্ট্রেলিয়ায় একটি ছবি করব। তবে নির্মাণ আমি করব না, শুধু অভিনয়ই করতে চাই। এই পরিকল্পনাটি এখন একেবারেই প্রাথমিক পর্যায়ে রয়েছে। সব কিছু ঠিকঠাক হলে বড় আয়োজনে ঘোষণা দেব। দেশে কখন ফিরছেন? এই প্রশ্নের জবাবে শাবনূর জানান সহসা হয়তো আসতে পারব না। কারণ আমার একমাত্র আদরের সন্তান আইজানের স্কুল চলছে। ওকে নিয়েই এখন আমার যত ভাবনা। ও ছাড়া আমার তো আর কেউ নেই। ওকে মানুষের মতো মানুষ করে যেতে চাই। আমি চাই বাচ্চাটার জন্যই জীবনের সব সেক্রিফাইস করে যেতে। আবার সংসারী হবেন কি না এমনটা জানতে চাইলে তাঁর সাফ জবাব, না আর এই ভুল করতে চাই না। বিয়ে করা মানে দায়িত্ব কাঁধে নেওয়া। স্বাধীনতা বলে কিছু থাকে না। আর কোনো দায়িত্ব পালন করতে আমার ভালো লাগে না। ব্যাচেলর লাইফটা দারুণ। খুবই আনন্দের। এই শান্তির জীবনটাই এখন আমি প্রাণ খুলে উপভোগ করছি। পেছনে ফেলে আসা অভিনয় জীবনের কথা কেমন মনে পড়ে? এর উত্তরে তিনি সোজাসাপটা ভাষায় বলেন, ‘না, মোটেও মনে পড়ে না। বাচ্চাটাকে নিয়ে এতটাই ব্যস্ত থাকতে হয় যে, শুধু অভিনয় নয়, আগের কোনো কথাই মনে করার সময় এখন কোথায়। এখন ভাবনা শুধু একটাই, আদরের আইজানকে কীভাবে সত্যিকারের মানুষ হিসেবে গড়ে তোলা যায়। ও মাশাআল্লাহ এখানে পড়ালেখা ও সবদিক দিয়ে বেশ ভালো করছে। শাবনূর জানালেন অস্ট্রেলিয়ায় এখন হাড়কাঁপানো শীত পড়ছে। আক্ষেপ করে এও বললেন তিনি ‘শীত আমার একদম ভালো লাগে না।’। শাবনূর বলেন, অস্ট্রেলিয়া খুব সুন্দর এবং পরিপাটি একটি দেশ। কোনো ঝুটঝামেলা নেই এখানে, তাই চাইলেই বুক ভরে স্বস্তির নিঃশ্বাস নেওয়া যায়। শাবনূর বলেন, প্রিয় চলচ্চিত্রাঙ্গন, দেশ ও দেশের মানুষের প্রতি অকৃত্রিম ভালোবাসা আমার সব সময়ই থাকবে। কারণ মার্তৃভূমি সবার ওপরে।
শিরোনাম
- ‘আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় খুশি ছাত্র-জনতা’
- শ্রীলঙ্কায় তীর্থযাত্রীদের বাস খাদে, নিহত ২১
- ২৫ মে পেট্রোল পাম্প ও ট্যাংকলরি মালিকদের কর্মবিরতি
- অভয়নগরে বসুন্ধরা শুভসংঘের ফ্রি মেডিক্যাল ক্যাম্প
- ‘আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়া দেশের জন্য যুগান্তকারী সিদ্ধান্ত’
- আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণায় জয়পুরহাটে আনন্দ মিছিল
- গরমে শরীরচর্চায় খেয়াল রাখবেন যেসব বিষয়
- শ্রীপুরে ছুরিকাঘাতে আহতে যুবকের মৃত্যু, তিন বাড়িতে আগুন
- বছরের সর্বোচ্চ তাপমাত্রায় পুড়ছে ঢাকা, জনজীবন দুর্বিষহ
- গরমে প্রাণ জুড়াবে আনারসের পানীয়
- কুষ্টিয়ায় চিকিৎসা ব্যয় কমানোর দাবিতে মানববন্ধন
- প্রধানমন্ত্রীর দুই মেয়াদ শুধু সমাধান না : আসিফ নজরুল
- গরমে দীর্ঘক্ষণ এসিতে থাকলে হতে পারে বিপদ
- প্রাথমিকে দেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক দবগুড়ার মোস্তফা কামাল
- জাবি শিক্ষার্থীদের হেপাটাইটিস 'বি' ভ্যাকসিন প্রদানের উদ্যোগ
- সামরিক সংঘাতে পাকিস্তানের চেয়ে ভারতের ক্ষতি ২২ গুণ বেশি, দাবি রিপোর্টে
- গরমে বেড়াতে বের হলে সঙ্গে রাখুন ৬ জরুরি জিনিস
- ‘আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বিএনপি’
- খাগড়াছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বুদ্ধ পূর্ণিমা পালিত
- কানাডায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উদযাপিত
ব্যাচেলর লাইফটা দারুণ...
শাবনূর
আলাউদ্দীন মাজিদ
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর