শনিবার, ১৩ মে, ২০২৩ ০০:০০ টা

৭৬তম কান উৎসব মাতাবে যেসব চলচ্চিত্র

পাম দ’র পাচ্ছেন মাইকেল ডগলাস

শোবিজ ডেস্ক

৭৬তম কান উৎসব মাতাবে যেসব চলচ্চিত্র

আর মাত্র দুই দিন বাকি। ১৬ মে বসছে কান চলচ্চিত্র উৎসবের ৭৬তম আসর। এবারের আসরের অফিশিয়াল সিলেকশনে স্থান পেয়েছে ৬২টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র, দুটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, চারটি প্রামাণ্যচিত্র এবং একটি টিভি সিরিজ। উৎসবটির সর্বোচ্চ পুরস্কার স্বর্ণপামের জন্য মূল প্রতিযোগিতা শাখায় লড়বে ২০টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ও একটি প্রামাণ্যচিত্র। আঁ সেঁর্তা রিগা শাখায় ২০টি, প্রতিযোগিতার বাইরে ছয়টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ও একটি টিভি সিরিজ, মিডনাইট সেশনসে পাঁচটি, কান প্রিমিয়ারে সাতটি এবং স্পেশাল সেশনস শাখায় রাখা হয়েছে চারটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র, দুটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও তিনটি প্রামাণ্যচিত্র। এ ছাড়া স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের মূল প্রতিযোগিতায় ১১টি এবং শিক্ষার্থী পরিচালকদের বিভাগ লা সিনেফে রয়েছে ১৬টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। কানের আরও দুই বিভাগ সিনেমা দ্য লা প্লাজ এবং কান ক্ল্যাসিকসও থাকছে।

দক্ষিণ ফরাসি উপকূলীয় শহর কানে আগামী ১৬ মে শুরু হবে উৎসবটি। উদ্বোধনী চলচ্চিত্র নির্বাচিত হয়েছে ফ্রান্সের মাই ওয়েন পরিচালিত ও হলিউড তারকা জনি ডেপ অভিনীত ‘জান দ্য ব্যারি’। ভূমধ্যসাগরের তীরে এবারের আয়োজন চলবে ২৭ মে পর্যন্ত। মূল প্রতিযোগিতায় থাকছে যেসব চলচ্চিত্র সেগুলো হচ্ছে- ‘ক্লাব জিরো’ পরিচালনা : জেসিকা হাউজনার (অস্ট্রিয়া), ‘দ্য জোন অব’ ইন্টারেস্ট পরিচালনা : জনাথন গ্লেজার (যুক্তরাজ্য), ‘ফলেন লিভস’ পরিচালনা : আকি কাউরিসমাকি (ফিনল্যান্ড), ‘ফোর ডটারস’ পরিচালনা : কাউতার বেন হানিয়া (তিউনিসিয়া), ‘অ্যাস্টেরয়েড সিটি’ পরিচালনা : ওয়েস অ্যান্ডারসন (যুক্তরাষ্ট্র), ‘অ্যানাটমি অব অ্যা ফল’ পরিচালনা : জাস্টিন ত্রিয়েত (ফ্রান্স), ‘মনস্টার’ পরিচালনা : কোরি-ইদা হিরোকাজু (জাপান), ‘অ্যা ব্রাইটার টুমরো’ পরিচালনা : নান্নি মোরেত্তি (ইতালি), ‘হোমকামিং’ পরিচালনা : ক্যাথরিন কোরসিনি (ইতালি), ‘লাস্ট সামার’ পরিচালনা : ক্যাথেরিন ব্রেইয়াত (ফ্রান্স), ‘ব্ল্যাক ফাইলস’ পরিচালনা : জ্যঁ-স্টেফান সোভেয়ার, ‘অ্যাবাউট ড্রাই গ্রাসেস’ পরিচালনা : নুরি বিলগে জেলান (তুরস্ক), ‘লা কিমেরা’ পরিচালনা : আলিস রোরওয়াকার (ইতালি), ‘দ্য প্যাশন অব দদিন পাফি’ পরিচালনা : ট্র্যান আন হাং (ভিয়েতনাম/ফ্রান্স), ‘কিডন্যাপড’ পরিচালনা : মার্কো বেলোকিও (ইতালি), ‘মে ডিসেম্বর’ পরিচালনা : টড হেইন্স (যুক্তরাষ্ট্র), ‘ইয়ুথ (স্প্রিং) প্রামাণ্যচিত্র’ পরিচালনা : ওয়াং বিং (চীন), ‘দ্য ওল্ড ওক’ পরিচালনা : কেন লোচ (যুক্তরাজ্য), ‘ব্যানেল অ্যান্ড অ্যাদামা’ পরিচালনা : রামাতা তুলাই সি (প্রথম সিনেমা, সেনেগাল/ফ্রান্স), ‘পারফেক্ট ডেজ’ পরিচালনা : উইম ওয়েন্ডার্স (জার্মানি), ‘ফায়ারব্র্যান্ড’ পরিচালনা : কারি আইনুজ (ব্রাজিল), ‘জান দ্য ব্যারি’, ‘আঁ সেঁর্তা রিগা’, ‘দ্য অ্যানিমেল কিংডম’ (উদ্বোধনী সিনেমা) পরিচালনা : তমা কাইয়ে (ফ্রান্স), ‘দি ডেলিনকোয়েন্টস’ পরিচালনা : রদ্রিগো মোরেনো (আর্জেন্টিনা), ‘হাউ টু হ্যাভ সেক্স’ পরিচালনা : মলি ম্যানিং ওয়াকার (প্রথম সিনেমা, যুক্তরাজ্য), ‘গুডবাই জুলিয়া’ পরিচালনা : মোহাম্মদ করদোফানি (প্রথম সিনেমা, সুদান), ‘দ্য মাদার অব অল লাইস’ পরিচালনা : আসমা এল মুদির (মরক্কো),‘ দ্য ন্যাচার অব লাভ’ পরিচালনা : মনিয়া শোকরি (কানাডা), ‘দি বুরিটি ফ্লাওয়ার’ পরিচালনা : জোয়াও সালাভিৎসা (পর্তুগাল), রেনে নাদের মেসোরা (ব্রাজিল), ‘দ্য সেটেলার্স’ পরিচালনা : ফেলিপে গালভেজ (প্রথম সিনেমা, চিলি), ‘অমেন’ পরিচালনা : বালোজি শিয়ানি (প্রথম সিনেমা, বেলজিয়াম), ‘দ্য ব্রেকিং আইস’ পরিচালনা : অ্যান্টনি চেন (সিঙ্গাপুর), ‘রোজালি’ পরিচালনা : স্টেফানি ডি জুস্তো (ফ্রান্স), ‘দ্য নিউ বয়’ পরিচালনা : ওয়ারউইক থর্নটন (অস্ট্রেলিয়া), ‘ইফ অনলি আই কুড হাইবারনেট’ পরিচালনা : জলজারাল পুরেভড্যাশ (প্রথম সিনেমা, মঙ্গোলিয়া), ‘হোপলেস’ পরিচালনা : কিম চ্যাং-হুন (প্রথম সিনেমা, দক্ষিণ কোরিয়া), ‘টেরেস্ট্রিয়াল ভার্সেস’ পরিচালনা : আলি আসগরি, আলি রেজা খাতামি (ইরান), ‘নাথিং টু লুজ’ পরিচালনা : দেলফিন দ্যলোগেত (প্রথম সিনেমা, ফ্রান্স), ‘হাউন্ডস’ পরিচালনা : কামাল লাজরাক (প্রথম সিনেমা, মরক্কো), ‘অনলি দ্য রিভার ফ্লোস’ পরিচালনা : ওয়েই শুজান (চীন), ‘সালেম’ পরিচালনা : জ্যঁ-বের্নার মার্লা (ফ্রান্স), ‘স্ট্রেঞ্জার্স বাই নাইট’ পরিচালনা : অ্যালেক্স লুৎজ (ফ্রান্স); আঁ সাঁর্তা রিগার সমাপনী ছবি, প্রতিযোগিতার বাইরে ‘কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন’, ‘জান দ্য ব্যারি’ (উৎসবের উদ্বোধনী সিনেমা) পরিচালনা : মাই ওয়েন (ফ্রান্স), ‘ইন্ডিয়ানা জোন্স অ্যান্ড দ্য ডায়াল অব ডেস্টিনি’ পরিচালনা : জেমস ম্যানগোল্ড (যুক্তরাষ্ট্র), ‘কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন’ পরিচালনা : মার্টিন স্করসেসি (যুক্তরাষ্ট্র), ‘কবওয়েব’ পরিচালনা : কিম জি-উন (দক্ষিণ কোরিয়া), ‘দ্য আইডল’ (টিভি সিরিজ, এইচবিও), পরিচালনা : স্যাম লেভিনসন (যুক্তরাষ্ট্র), ‘অ্যাবট স্টোন অ্যা লাইফ অব ফাইটস’ পরিচালনা : ফেদেরিক তেলিয়ের (ফ্রান্স), ‘এলেমেন্টাল’ (উৎসবের সমাপনী ছবি) পরিচালনা : পিটার সোন (যুক্তরাষ্ট্র), ‘এলেমেন্টাল’ মিডনাইট সেশনস, ‘কেনেডি’ পরিচালনা : অনুরাগ কাশ্যপ (ভারত), ‘দ্য কিং অব আলজের্স’ পরিচালনা : এলায়েস বেলকেদার (ফ্রান্স), ‘অ্যাসিড’ পরিচালনা : জাস্ট ফিলিপো (ফ্রান্স), ‘হিপনোটিক’ পরিচালনা : রবার্ট রড্রিগেজ (যুক্তরাষ্ট্র), ‘প্রজেক্ট সাইলেন্স’ পরিচালনা : কিম তায়-গন (দক্ষিণ কোরিয়া)।

 

এবার সম্মানসূচক পাম দ’র পাচ্ছেন মাইকেল ডগলাস

এবার কান উৎসবের উদ্বোধনী আসরে সম্মানজনক পাম দ’র পুরস্কার পাচ্ছেন মার্কিন অভিনেতা-প্রযোজক মাইকেল ডগলাস। সিনেমায় অবদানের জন্য তাঁকে এই সম্মাননা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে ৭৬তম কান উৎসব কর্তৃপক্ষ। ৩ মে বিষয়টি নিশ্চিত করে উৎসব কমিটি। জানানো হয়, উদ্বোধনী আসরে এই সম্মাননা গ্রহণ করতে পালে দে ফেস্টিভ্যাল ভবনের গ্র্যান্ড থিয়েটার লুমিয়ের প্রেক্ষাগৃহে সরাসরি উপস্থিত হবেন মাইকেল ডগলাস। কান কর্তৃপক্ষ মনে করে, ‘মাইকেল ডগলাস সারা বিশ্বের সিনেপ্রেমীদের জন্য একজন উৎসাহদাতা। আমরা তাঁকে এই সম্মাননা দিতে পেরে গর্বিত।’ অন্যদিকে এমন খবরে মুগ্ধতা প্রকাশ করেছেন অভিনেতাও। কান উৎসবের অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে তাঁর প্রতিক্রিয়াটি এমন- ‘কান সৈকতে যাওয়া সবসময়ই তাজা বাতাসে শ্বাস নেওয়ার মতো প্রশান্তির বিষয়। এর বাইরে কান উৎসব দীর্ঘকাল ধরে এমনই এক চমৎকার প্ল্যাটফরম, যেখানে বিশ্বের সাহসী ও  শৈল্পিক নির্মাতারা শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পান। আমি এখানে ১৯৭৯ সালে প্রথম যাই ‘দ্য চায়না সিনড্রোম’ ছবিটির জন্য। এরপর ২০১৩ সালে ‘বিহাইন্ড দ্য ক্যান্ডেলাব্রা’র জন্য গিয়েছি। এই উৎসব আমাকে সবসময় মনে করিয়ে দিয়েছে যে, সিনেমার জাদু শুধু আমরা যে পর্দায় দেখি তা নয়, বরং এটি গোটা বিশ্বের মানুষকে প্রভাবিত করার দারুণ ক্ষমতা রাখে।  ৫০ বছরের চলচ্চিত্রজীবন পেরিয়ে এবার মনে হলো তার প্রতিদান পেতে যাচ্ছি।’

সর্বশেষ খবর