বাগদান সারলেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে রাঘব চাড্ডার সঙ্গে আংটি বদল করলেন অভিনেত্রী। রাঘব চাড্ডা আম আদমি পার্টির নেতা ও সংসদ সদস্য। শনিবার পারিবারিক আয়োজনে আংটি বদল করেন পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডা। নয়াদিল্লির কাপুরথালা হাউসে বসেছিল বাগদানের আসর। বিয়ের তারিখ এখনো ঘোষণা করেননি পরিণীতি। তবে শোনা যাচ্ছে, আগামী অক্টোবরে সাতপাকে বাঁধা পড়বেন পরিণীতি-রাঘব। রাঘব ও পরিণীতির পরিচয় বহুদিনের। একসঙ্গে তারা পড়াশোনা করতেন লন্ডন স্কুল অব ইকনোমিক্সে। সেখানকার বন্ধু-সহপাঠীদের কথা অনুযায়ী, সেই সময় থেকেই একে অপরকে পছন্দ করতেন তারা। সম্প্রতি মুম্বাইয়ের এক অভিজাত রেস্তোরাঁয় দুজনকে একসঙ্গে ডিনার করতে দেখা যায়। এরপরই আরও একটি রেস্তোরাঁয় দেখা যায় তাদের। এরপর থেকেই তাদের প্রেম নিয়ে শুরু হয় জল্পনা।