মঙ্গলবার, ২৩ মে, ২০২৩ ০০:০০ টা
কান কর্নার

‘মা’ নিয়ে কানে মুগ্ধতার ঢেউ

 শোবিজ ডেস্ক

‘মা’ নিয়ে কানে মুগ্ধতার ঢেউ

৭৬তম কান চলচ্চিত্র উৎসবের বাণিজ্যিক বিভাগ মার্শে দ্য ফিল্মে প্রদর্শিত হলো বাংলাদেশের ছবি ‘মা’। অরণ্য আনোয়ার পরিচালিত ছবিটি দেখে দেশি-বিদেশি আমন্ত্রিত দর্শকরা মুগ্ধতা প্রকাশ করেন। প্রদর্শনী শেষে অরণ্য আনোয়ার বলেন, ‘আমি খুবই খুশি।  যাঁরা এসেছেন, সবাই ছবিটির কনসেপ্ট ও নির্মাণ নিয়ে প্রশংসা করেছেন। তাঁদের মতে, মুক্তিযুদ্ধ ও মাতৃত্ব নিয়ে এমন ছবি আরও হওয়া প্রয়োজন। কান উৎসবের মার্শে দ্য ফিল্মে যে কারণে এসেছিলাম, সবই পেয়ে গেছি।’

  

সিলানের ‘অ্যাবাউট ড্রাই গ্রাস’

তুর্কি লেখক এবং চলচ্চিত্র নির্মাতা নুরি বিলগে সিলানের সিনেমা ২০ মে কান চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হয়েছে। সিলানের ১৯৭ মিনিটের ‘অ্যাবাউট ড্রাই গ্রাস’ সিনেমাটি মানুষের অধিকার, ভালো-মন্দ, স্বার্থপর হওয়া, অ্যান্টি-হিরো হিসেবে কাজ করা, মানুষের মনের মনোযোগ এবং বিচ্ছিন্নতাকে কাজে লাগিয়ে সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার গল্পই বলেছে।

 

বিশ্রাম নিতে চাইলেন হ্যারিসন ফোর্ড

কানে ১৯ মে আগত অতিথিদের জন্য দিনটি বেশ গুরুত্বপূর্ণ ছিল। হাজির হন ৮০ বছর বয়সী হ্যারিসন ফোর্ড। তাঁর সঙ্গে ‘ইন্ডিয়ানা জোন্স অ্যান্ড দ্য ডায়াল অব ডেসটিনি’র কয়েকজন কলাকুশলী। চার দশক ধরে ‘ইন্ডিয়ানা জোন্স’ ফ্র্যাঞ্চাইজির পাঁচটি চলচ্চিত্রে অভিনয় করেন হ্যারিসন ফোর্ড। সংবাদ সম্মেলনে এসে তিনি জানান, এই দীর্ঘ যাত্রা (চরিত্র) থেকে এবার আনুষ্ঠানিকভাবে অবসর নিতে প্রস্তুত। মজার ছলেই বললেন, ‘এখনো কি স্পষ্ট নয়, আমাকে এবার বসতে হবে, খানিকটা বিশ্রাম নিতে হবে।’

 

মিলল ডিক্যাপ্রিওর দেখা

সন্ধ্যায় পালে ভবনের লাল গালিচায় ‘কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন’ টিমের সঙ্গে এসে নামেন ডিক্যাপ্রিও। তখন তাঁকে ঘিরে উন্মাদনা ছিল দেখার মতো। শুধু তাই নয়, গাড়ি থেকে নেমে লাল গালিচায় ঢোকার আগে সড়ক বিভাজকে অপেক্ষমাণ ভক্ত-দর্শকদের সঙ্গে হাত মেলাতে এগিয়ে যান তিনি। তাঁকে দেখামাত্রই পুরো কান  সৈকত যেন চিৎকার দিয়ে উঠল! ডিক্যাপ্রিওর এমন সাধারণের সঙ্গে মিশে যাওয়ার ঘটনা সবারই মন ছুঁয়ে গেছে। পথের ধারে দাঁড়িয়ে অনেককে অটোগ্রাফ দিয়েছেন তিনি। এবারের কান উৎসবে হলিউড সুপারস্টার জনি ডেপ প্রথম আকর্ষণ থাকলেও লিওনার্দো তাঁর রোমান্টিক ইমেজ এখনো ধরে রেখেছেন। যার বীজ বপন করেছেন ২৫ বছর আগে ‘টাইটানিক’ দিয়ে। লাল গালিচায় লিওনার্দো যতটা প্রাণবন্ত ছিলেন, ততটাই যেন সুবোধ বালকের বেশে চুপচাপ বসে ছিলেন।

 

সর্বশেষ খবর