কান চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হয় ‘কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন’ সিনেমার। যেখানে রয়েছেন স্কোরসেস, ডিক্যাপ্রিও এবং রবার্ট ডি নিরোদের মতো তারকারা। সিনেমাটির মাধ্যমে দীর্ঘদিন পর জুটি হয়েছেন হলিউডের প্রবীণ পরিচালক মার্টিন স্কোরসেস ও সুপারস্টার ডি ক্যাপ্রিও। উৎসবে ছিল তাঁদের ঝলমলে উপস্থিতি। ৩ ঘণ্টা ২৬ মিনিটের চলচ্চিত্রটি দর্শকদের কাছ থেকে উষ্ণ অভ্যর্থনা পায়। ‘কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন’ ৭৬তম কান উৎসবে প্রতিযোগিতার বাইরে থাকলেও গত কয়েক দিন প্রদর্শিত ছবিগুলোর মধ্যে সবচেয়ে দীর্ঘ স্ট্যান্ডিং ওভেশন পেয়েছে। ছবিটি প্রদর্শনের পর মার্টিন, লিওনার্দো, নিরো ও লিলিরা টানা ৯ মিনিটের স্ট্যান্ডিং ওভেশন পেয়েছেন। কান সূত্র বলছে, এখন পর্যন্ত এত দীর্ঘ অভিবাদন আর কোনো সিনেমার কলাকুশলীরা পাননি। ‘কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন’ এ বছর কান চলচ্চিত্র উৎসবে সবচেয়ে প্রত্যাশিত চলচ্চিত্রগুলোর একটি। মজার ব্যাপার হলো- লিওনার্দো ডিক্যাপ্রিও বরাবরই কানের জন্য আকর্ষণীয়। তবে এবার তাঁকেও ছাপিয়ে গেছে ছবিটির গল্প।
নন্দিতার বিদ্রুপ
‘কান চলচ্চিত্র উৎসব নাকি ফ্যাশন শো?’ সম্প্রতি এমন প্রশ্নই তুলছেন ‘দ্য কাশ্মীর ফাইলস’ ছবির পরিচালক বিবেক অগ্নিহোত্রী। এবার একই প্রসঙ্গ নিয়ে প্রশ্ন তুললেন চারবার কান উৎসবে অংশ নেওয়া বলিউডের অন্যতম মেধাবী অভিনেত্রী ও নির্মাতা নন্দিতা দাস। কয়েক বছর থেকেই রুপালি জগতের তারকাদের সুন্দর, জমকালো সব সাজের ফ্যাশন এবং সঙ্গে ক্যামেরার লেন্সের ঝলকানিতে আলোকিত কান চলচ্চিত্র উৎসব। পোশাকের জাঁকজমকে ইতোমধ্যেই সাড়া তুলেছেন বলিউডের ঐশ্বরিয়া রাই বচ্চন, সারা আলী খান, ম্রুণাল ঠাকুরের মতো তারকারা। তবে তাঁদের চমক তোলা সাজপোশাকেই এবার বিরক্ত ‘মান্টো’ খ্যাত পরিচালক নন্দিতা দাস। ‘বিদ্রুপ’ করে এই নির্মাতা বলেছেন, ‘মানুষ ভুলতে বসেছেন, কান পোশাকের নয়, চলচ্চিত্রের উৎসব’। জানা গেছে, এ বছর কানের ৭৬তম উৎসবে পা রাখেননি নন্দিতা দাস। সোশ্যাল মিডিয়ায় ‘কান’র অজস্র ছবির ‘সুনামিতে’ তাঁর মনে পড়ছে অতীতের কান স্মৃতি, যা নন্দিতা শেয়ার করেছেন সবার সঙ্গে। ইনস্টাগ্রামে ‘কান’র ঝুলি থেকে বেশ কিছু পুরনো ছবি পোস্ট করেছেন নন্দিতা। সে সব ছবিতে দেশি-বিদেশি তারকা বন্ধুদের সঙ্গে নন্দিতাকে পাওয়া যায় জৌলুসহীন সাজে।