মাহে রমজানে চাই স্বাস্থ্যকর খাবার। তাই আগামীকাল বিকাল ৩টা ৫৫ মিনিটে পুষ্টিকর ইফতারের ঢালি ‘মজাদার ইফতার’ অনুষ্ঠানটি নিয়ে বাংলাভিশন টিভির পর্দায় আসছেন দৈনিক মানবজমিন পত্রিকার সম্পাদক মাহবুবা চৌধুরী ও পুরস্কারপ্রাপ্ত রন্ধনশিল্পী সোনিয়া রহমান। মাহবুবা চৌধুরীর উপস্থাপনায় জনপ্রিয় এই অনুষ্ঠানটিতে সোনিয়া রহমান তুলে ধরবেন রমজানের স্বাস্থ্যকর খাবারের রেসিপি ও রান্না। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে আছেন বাংলাভিশনের হেড অব প্রোগ্রাম তারেক আখন্দ ও প্রযোজনা করেছেন সুব্রত দে।