ঢাকা ও কলকাতায় চুটিয়ে কাজ করে চলেছেন জয়া আহসান। বলতে গেলে, কলকাতায় তার কাজের ব্যস্ততা ও সাফল্য ঢের বেশি। তাই বছরের বেশির ভাগ সময় সেখানেই থাকতে হয় তাকে। আর এ বসবাস-কর্মযাত্রায় টলিউডের অনেক অভিনেতা-অভিনেত্রীর সঙ্গেই সখ্য গড়ে উঠেছে জয়ার। ফুরসত পেলেই যারা জয়া-বন্দনায় মেতে ওঠেন। যেমনটা করলেন অভিনেত্রী মুমতাজ সরকার। যিনি বিখ্যাত কান চলচ্চিত্র উৎসবে ভিড় করেছেন। মুমতাজ জয়া সম্পর্কে বলেন, ‘জয়াদির অনেক বড় ভক্ত আমি। তার কাজ খুবই পছন্দ করি। জয়াদির সঙ্গে প্রায়ই দেখা হয়। ভিতর-বাহির দুদিক দিয়েই তিনি অসাধারণ মানুষ।’ কান সফর নিয়ে মুমতাজের ভাষ্য, ‘ভীষণ এক্সাইটেড লাগছে। প্রচন্ড প্রাউড ফিল হচ্ছে। আমি শুধু বাংলা না, হিন্দি, তামিল, তেলেগু সব ভাষায় ছবি করি। বাংলাদেশেও ছবি করেছি ‘মায়া : দ্য লস্ট মাদার’। সেসব করার পর প্রথমবার কানে এসেছি, তাও বাংলা ছবি নিয়ে, এটা আমার জন্য বিশাল ব্যাপার। আর কান উৎসব পুরো দুনিয়ার সেরা ছবিগুলোর কেন্দ্রস্থল। সেখানে এসে যার দিকেই তাকাচ্ছি তিনিই কোনো না কোনো ইন্ডাস্ট্রি বা সিনেমার অংশীদার। এমন আয়োজনে এসে এক অদ্ভুত অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছি।’ মুমতাজের শেকড় বাংলাদেশে। তার দাদার বাড়ি টাঙ্গাইলে। এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘আমার বাবা পিসি সরকার জুনিয়র। তিনি ওপার বাংলারই (বাংলাদেশ) মানুষ। তো সেই হিসেবে আমি বাংলাদেশের নাতনি। আমার দাদুর বাড়িও আছে সেখানে। ‘মায়া’র শুটিংয়ের সুবাদে প্রথমবার বাংলাদেশে গিয়েছিলাম। আর মনে মনে দাদুকে বলছিলাম, দাদু আমি এসেছি এখানে।’ মাসুদ পথিকের নির্মাণে ‘মায়া’তে কাজ করার পর আরও কিছু ছবির প্রস্তাব পেয়েছিলেন মুমতাজ। তবে ব্যাটে-বলে মেলেনি। ভালো গল্প-চিত্রনাট্য পেলে যেকোনো সময় এখানকার ছবিতে কাজ করতে ইচ্ছুক তিনি।
শিরোনাম
- মুন্সীগঞ্জে ৩৯ কোটি টাকার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ
- ই-পারিবারিক আদালত দুর্নীতি কমাবে, সময়ও বাঁচাবে: আইন উপদেষ্টা
- পাকিস্তানে আধাসামরিক বাহিনীর সদর দপ্তরে বন্দুকধারীদের হামলা, নিহত ৩
- কাক দিয়ে শহর পরিষ্কার? সুইডিশ প্রকল্পের ভবিষ্যৎ কী?
- ফকির-বাউলদের ওপর জুলুম বন্ধের আহ্বান তথ্য উপদেষ্টার
- শ্রবণ সমস্যা সমাধানে ইয়ারবাডের ব্যবহার বাড়ছে বিশ্বজুড়ে
- ৪০ বছর বয়সেও বাইসাইকেল কিকে রোনালদোর গোল, বড় জয় আল-নাসরের
- খালেদা জিয়ার হাসপাতালে ভর্তির কারণ জানালেন চিকিৎসক
- গোলের পর অ্যাসিস্টের হ্যাটট্রিকে ফাইনালে মায়ামিকে তুললেন মেসি
- ট্রাম্পের সৌদি প্রীতি, ইসরায়েল কি কোণঠাসা?
- কেমন থাকতে পারে আজকের ঢাকার আবহাওয়া
- নির্বাচনের পর গাম্বিয়ায় পালিয়েছেন ক্যামেরুনের বিরোধী নেতা
- নিকট ভবিষ্যতে বড় ধরনের ভূমিকম্পের আশঙ্কা রয়েছে
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
- আজ ঢাকার বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (২৪ নভেম্বর)
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু