ঢাকা ও কলকাতায় চুটিয়ে কাজ করে চলেছেন জয়া আহসান। বলতে গেলে, কলকাতায় তার কাজের ব্যস্ততা ও সাফল্য ঢের বেশি। তাই বছরের বেশির ভাগ সময় সেখানেই থাকতে হয় তাকে। আর এ বসবাস-কর্মযাত্রায় টলিউডের অনেক অভিনেতা-অভিনেত্রীর সঙ্গেই সখ্য গড়ে উঠেছে জয়ার। ফুরসত পেলেই যারা জয়া-বন্দনায় মেতে ওঠেন। যেমনটা করলেন অভিনেত্রী মুমতাজ সরকার। যিনি বিখ্যাত কান চলচ্চিত্র উৎসবে ভিড় করেছেন। মুমতাজ জয়া সম্পর্কে বলেন, ‘জয়াদির অনেক বড় ভক্ত আমি। তার কাজ খুবই পছন্দ করি। জয়াদির সঙ্গে প্রায়ই দেখা হয়। ভিতর-বাহির দুদিক দিয়েই তিনি অসাধারণ মানুষ।’ কান সফর নিয়ে মুমতাজের ভাষ্য, ‘ভীষণ এক্সাইটেড লাগছে। প্রচন্ড প্রাউড ফিল হচ্ছে। আমি শুধু বাংলা না, হিন্দি, তামিল, তেলেগু সব ভাষায় ছবি করি। বাংলাদেশেও ছবি করেছি ‘মায়া : দ্য লস্ট মাদার’। সেসব করার পর প্রথমবার কানে এসেছি, তাও বাংলা ছবি নিয়ে, এটা আমার জন্য বিশাল ব্যাপার। আর কান উৎসব পুরো দুনিয়ার সেরা ছবিগুলোর কেন্দ্রস্থল। সেখানে এসে যার দিকেই তাকাচ্ছি তিনিই কোনো না কোনো ইন্ডাস্ট্রি বা সিনেমার অংশীদার। এমন আয়োজনে এসে এক অদ্ভুত অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছি।’ মুমতাজের শেকড় বাংলাদেশে। তার দাদার বাড়ি টাঙ্গাইলে। এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘আমার বাবা পিসি সরকার জুনিয়র। তিনি ওপার বাংলারই (বাংলাদেশ) মানুষ। তো সেই হিসেবে আমি বাংলাদেশের নাতনি। আমার দাদুর বাড়িও আছে সেখানে। ‘মায়া’র শুটিংয়ের সুবাদে প্রথমবার বাংলাদেশে গিয়েছিলাম। আর মনে মনে দাদুকে বলছিলাম, দাদু আমি এসেছি এখানে।’ মাসুদ পথিকের নির্মাণে ‘মায়া’তে কাজ করার পর আরও কিছু ছবির প্রস্তাব পেয়েছিলেন মুমতাজ। তবে ব্যাটে-বলে মেলেনি। ভালো গল্প-চিত্রনাট্য পেলে যেকোনো সময় এখানকার ছবিতে কাজ করতে ইচ্ছুক তিনি।
শিরোনাম
- ভারতকে হারিয়ে ২২ বছরের আক্ষেপ ঘোচালো বাংলাদেশ
- বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয়ে সঞ্চয়পত্র বিক্রি ও ছেঁড়া নোট বদল বন্ধ
- হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় তার কৃতকর্মের ফল : প্রিন্স
- ‘ফ্যাসিস্ট হাসিনার পতন দেখে যেতে পারেননি মওদুদ, এটা দুঃখজনক’
- ফেব্রুয়ারির প্রথমার্ধে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধান উপদেষ্টা
- রাজধানীর কুড়াতলীতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
- হাসিনার পক্ষে অবস্থানকারী শিক্ষকদের চাকরিচ্যুতের দাবি চার বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের
- জার্মানিকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের
- যুক্তরাষ্ট্রের স্বার্থের পরিপন্থি তৎপরতায় লিপ্ত ৮০ হাজার বিদেশীর ভিসা বাতিল
- ট্রাম্পের শুল্ক সত্ত্বেও যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি বেড়েছে ১৪ শতাংশ
- ঢাবির সেই ডেপুটি রেজিস্ট্রার কারাগারে
- রংপুর সদর আসনে বিএনপির সামু’র নির্বাচনী প্রচারণা
- বগুড়ার সাবেক ডিসির বিরুদ্ধে চাকরিপ্রার্থীর মামলা
- নারায়ণগঞ্জে যৌথ অভিযানে ৩ কোটি টাকার চায়না দুয়ারি জাল জব্দ
- চট্টগ্রামে শিশু ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
- কোটালীপাড়া উপজেলা পরিষদ ও থানায় ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ
- হাসিনার মৃত্যুদণ্ডের রায় দেশবাসীকে স্বস্তি দিয়েছে : আমানউল্লাহ
- আখাউড়ায় ‘অপারেশন ডেভিল হান্টে’ আটক ২
- ‘হাসিনার রায়ের মাধ্যমে ফ্যাসিবাদের কবর রচিত হয়েছে’
- শেকৃবিতে পুনর্জন্ম কৃষি নিয়ে গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত
কান কর্নার
কান সৈকতে জয়ার প্রশংসা
শোবিজ ডেস্ক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর