হইচইয়ের ‘গোলাম মামুন’। নির্মাণে শিহাব শাহীন। সিরিজটির কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। নির্মাতা জানান, ‘অসুস্থ ও আহত শরীর নিয়েও সিরিজটির শুটিং নিয়মিত করেছিলেন অপূর্ব। তার এমন ডেডিকেশনে মুগ্ধ হয়েছিল সেটের সবাই।’ শিহাব শাহীনের দেওয়া তথ্য মতে, আউটডোর শুটিংয়ের সময় অ্যাকশন দৃশ্য করতে গিয়ে চোট পেয়েছিলেন অপূর্ব। এর সঙ্গে আগে থেকেই তার ব্যাকপেইন ছিল। দুটো একসঙ্গে হয়ে অনেকটা অজ্ঞান হওয়ার অবস্থায় পড়েন অভিনেতা। তাৎক্ষণিক ফিজিওথেরাপিস্ট এনে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসক তাকে পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দেন। কিন্তু গোটা ইউনিটের কথা ভেবে ঘণ্টা তিনেক পরই তিনি শুটিং পুনরায় শুরু করেন। টানা কয়েকদিন শুট থাকলেও কোনো বিরতি নেননি, কাজ চালিয়ে যান।