কিংবদন্তি ব্যান্ড তারকা শাফিন আহমেদের প্রথম জানাজা হয়ে গেছে গত শুক্রবার যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার একটি মসজিদে। এবার মাতৃভূমিতে সমাহিত হবেন ‘তুলনাহীন’ তারকা শাফিন আহমেদের মরদেহ। পারিবারিক সূত্রে জানা গেছে, আজ বাদ জোহর গুলশান আজাদ মসজিদে হবে জানাজা। এরপর বনানী কবরস্থানে হবে দাফন। যেখানে শায়িত আছেন প্রয়াতের বাবা সংগীতগুরু কমল দাশ গুপ্ত এবং মা কিংবদন্তি শিল্পী ফিরোজা বেগম। পরিবারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে কুলখানির বিষয়েও। শাফিন আহমেদের আত্মার মাগফিরাত কামনায় কুলখানি হবে শুক্রবার জুমার নামাজের পর বনানী কবরস্থানের পাশে গুলশান কমিউনিটি মসজিদে। উল্লেখ্য, প্রবাসীদের গান শোনাতে ২০ জুলাই ভার্জিনিয়ায় শো-এর জন্য তৈরি ছিলেন শাফিন। কিন্তু মঞ্চে উঠার খানিক আগেই হোটেল রুমে লুটিয়ে পড়েন ৬৩ বসন্তের এ রকস্টার।