রয়া তাসনিমের পাশে দাঁড়িয়েছেন মেহজাবীন। সম্প্রতি ফেসবুক পোস্টে নির্যাতিত রয়া জানান, তার স্বামী কেমন করে তাকে আহত করেছেন এবং মেরে ফেলার চেষ্টা করছেন এখনো। ওই পোস্টের সঙ্গে প্রমাণস্বরূপ কিছু ছবিও প্রকাশ করেছেন রয়া। যেখানে দেখা যাচ্ছে ভয়ংকর আহত অবস্থায় হাসপাতালে পড়ে আছেন। মূলত সেই পোস্ট শেয়ার করে মেহজাবীন লিখেছেন- ‘এই অভিযোগটি অবশ্যই তদন্ত করা উচিত যত দ্রুত সম্ভব। এখনই অভিযুক্ত স্বামীকে জেলে পাঠানো উচিত।’ অভিনেত্রী ঢাকা মেট্রোপলিটন পুলিশকে ট্যাগ করে বলেন, ‘আমি আশা করছি এই প্রতিক্রিয়াটি তারা দেখবেন।’ উল্লেখ্য, মেহজাবীন প্রথম চলচ্চিত্র ‘সাবা’ নিয়ে দারুণ সময় পার করছেন।