অভিনেত্রী নাদিয়া এখন অভিনয় নিয়ে ব্যস্ত আছেন বলে জানিয়েছেন। তিনি বলেন, তিন-চারটি ধারাবাহিক নাটকের কাজ নিয়ে ব্যস্ত আছি। এরমধ্যে দীর্ঘ ধারাবাহিক ‘বকুলপুর’-এর কাজ শেষ করেছি। ৭৮৮ পর্বের মাধ্যমে এর দ্বিতীয় সিজনের কাজ শেষ হলো। দুটি সিজনে আমি দিবা চরিত্রে অভিনয় করেছি। চরিত্রটি দর্শকদের কাছ থেকে অসম্ভব ভালোবাসা পেয়েছে। এ জন্য আমি তাদের কাছে কৃতজ্ঞ। আরও দুটি ধারাবাহিক প্রচারিত হচ্ছে, সেগুলোরও শুটিং করছি। নতুন একটি ধারবাহিকের কাজ শুরু করব শিগগিরই। গতকাল ছিল অভিনেত্রী নাদিয়ার জন্মদিন। তিনি বলেন, জন্মদিন সব মানুষের কাছে বিশেষ একটি দিন। আমার কাছেও এর ব্যতিক্রম নয়। আমার জন্মদিন আমার কাছে একটু বেশি স্পেশাল, কারণ একই দিনে আমার মায়েরও জন্মদিন। প্রতিবারই বেশ আনন্দের সঙ্গে জন্মদিন উদযাপন করি। তবে এবার কোনো আনুষ্ঠানিকতা রাখিনি। কারণ গত এক মাস দেশে যে পরিস্থিতি গেছে, তাতে মনটা ভালো নেই। অস্থির একটা সময়ের মধ্য দিয়ে যাচ্ছি আমরা। আন্দোলনে আমাদের অনেক ছেলের প্রাণ গেছে। সেই কষ্ট এখনো আমরা কাটিয়ে উঠতে পারিনি। অন্যদিকে দেশের কয়েকটি জেলার বন্যাকবলিত মানুষ মানবেতর জীবন কাটাচ্ছে।