গত দশ বছরে অসংখ্য দর্শকনন্দিত নাটক রয়েছে তানজিন তিশার ঝুলিতে। জুটি বেঁধেছেন কম বেশি সবার সঙ্গে। তবে ইদানীং তিশাকে দেখা যাচ্ছে নারী প্রধান গল্পে। বিশেষ করে ‘পুতুলের সংসার’, ‘রিক্সা গার্ল’, ‘নরসুন্দরী’ নাটকগুলো দিয়ে অভিনেত্রী হিসেবে নিজেকে যেন তুলে ধরেছেন অন্য উচ্চতায়। দশ বছরের মাথায় দাঁড়িয়ে তিশার প্রশান্তি এখানেই। তার ইচ্ছে, আগামীতেও এমন ব্যতিক্রমী গল্পে নিজেকে জড়ানোর চেষ্টা চালিয়ে যাওয়া। অভিনয়ের দশ বছর প্রসঙ্গে তিশা বলেন, ‘কীভাবে এতগুলো বছর চলে গেল সেটা বুঝাতেও পারিনি। কিন্তু আমি খুশি যে, নাচ থেকে মডেলিং তারপর অভিনয়; সব মাধ্যমে দর্শকের ভালোবাসা পেয়েছি, তাদের জন্যই আজকে আমি এখানে এসেছি।’ সাম্প্রতিক সময়ে নিজেকে নানাবিধ চরিত্রে তুলে ধরা কিংবা গ্ল্যামারাস মোড়ক থেকে বেরিয়েও দর্শক করতালি আদায় করার প্রসঙ্গ টানতেই দর্শকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশে নুয়ে পড়লেন অভিনেত্রী। বললেন, ‘আমি জানি না নিজেকে সামনে আর কোথায় দেখতে চাই, তবে অভিনয় ক্যারিয়ারে আমার সঙ্গে যাই ঘটেছে দর্শকের ভালোবাসা আমাকে স্ট্রংলি একটা পজিশনে দাঁড় করিয়ে রেখেছে।