সংগীতশিল্পী নিশীতা বড়ুয়া। এ প্রজন্মের যত শিল্পী আছেন তাদের সবার থেকে নিশীতার কণ্ঠে গান শুনলে খুব সহজেই আলাদা করা যায় যে এটি নিশীতার কণ্ঠ। সেই সহজে আলাদা করার মতো কণ্ঠে আবারও এলো নতুন একটি মৌলিক গান। নিশীতার এবারের গানের শিরোনাম ‘মেঘ কপালে মেয়ে’। গানটি লিখেছেন প্রসেনজিৎ ওঝা। সুর সংগীত করেছেন সুমন কল্যাণ। নিশীতা এর আগেও সুমন কল্যাণের সুর-সংগীতে গান গেয়েছেন। তবে ‘মেঘ কপালের মেয়ে’ গানটি যেন একটু অন্যরকম। নিশীতাও ভীষণ দরদ দিয়ে গানটি গেয়েছেন। গানটি এরই মধ্যে ইউটিউবে প্রকাশিত হয়েছে।