নতুন সিনেমা হাতে নিলেন চিত্রনায়ক ইমন। সিনেমাটির নাম ‘ময়নার চর’; সরকারি অনুদানপ্রাপ্ত সিনেমাটি পরিচালনা করছেন মোস্তাফিজুর রহমান বাবু। সিনেমাটির শুটিংয়ে যোগ দিতে মঙ্গলবার লক্ষ্মীপুরের একটি চর অঞ্চলে যাচ্ছেন এ অভিনেতা। ইমন বলেন, সর্বশেষ সরকারি অনুদানের চিত্রনাট্যের প্রিভিউ কমিটিতে সবচেয়ে বেশি মার্কস পেয়েছিল ‘ময়নার চর’। এতে আমি কাশেম চরিত্রে অভিনয় করব। ছবির গল্প একেবারে ‘র’। শুটিংও হবে ‘র’ লোকেশনে। এ ছবিতে নিজেকে ভেঙে নতুন করে আবিষ্কারের সুযোগ পেতে যাচ্ছি। ‘ময়নার চর’-এ ইমনের বিপরীতে অভিনয়ে আছেন সুস্মি আহসান। ইমন বলেন, বেশি বললে হয়তো চমক নষ্ট হয়ে যাবে। গল্পে দেখা যাবে, চরের একজন প্রভাবশালী মানুষ আমি, যাকে সবাই পছন্দ করে। এলাকার মানুষের বিপদ- আপদে ছুটে আসি। এ গল্পটা আমার জন্য একবারে নতুন। কিছুদিন আগে রায়হান রাফী পরিচালিত ‘মায়া’ নামে একটি ওয়েব কনটেন্টে অভিনয় করেছিলেন ইমন।