টিজার এসেছে গত মঙ্গলবার। টাকার নিয়ন্ত্রণ নেওয়ার জন্য দাঁড়িয়ে যায় কয়েকটি পক্ষ। খুন হয় প্রভাবশালী মাফিয়া থেকে শুরু করে রাজনীতিবিদ, শীর্ষ সন্ত্রাসী, ব্যবসায়ী থেকে আরও অনেকে। টিজারজুড়ে মাফিয়া জগৎ আর কালো টাকার দাপট উঠে এসেছে। টিজারে ভিডিওর সঙ্গে শোনা যায় র্যাপ গান ‘জীবন লইয়াই টানাটানি, জীবন লইয়াই পেরেশানি, এই পেরেশানি দূর করতে লাগব ব্ল্যাক মানি’। ‘ব্ল্যাক মানি’ নিয়ে নির্মাতা রাফী বলেন, আমাদের অন্যতম প্রধান একটি সমস্যার নাম কালো টাকা। দেশের অনেক টাকা অবৈধভাবে বিদেশে চলে যাচ্ছে। ব্ল্যাক মানিতে সে গল্পটাই দেখানো হবে। ‘ব্ল্যাক মানি’র প্রধান চরিত্র গ্যাংস্টারের ভূমিকায় অভিনয় করেছেন নায়ক রুবেল। আগামী ২ জানুয়ারি বঙ্গতে মুক্তি পাবে ‘ব্ল্যাক মানি’।