পাওয়ার ভয়েস কণ্ঠশিল্পী ঐশী। গানের সঙ্গে স্টেজ পারফরমেনস দিয়ে মুগ্ধ করেছেন বরাবরই। নতুন গানে মাতোয়ারা করছেন সবাইকে। পেশায় ডাক্তার হলেও গানের সঙ্গে যেন এক শতে এক শ। এ সময়ে নতুন গান প্রকাশ করছেন। স্টেজ পারফরমেনস করছেন নিজের ব্যান্ড ‘ঐশীর এক্সপ্রেস’কে সঙ্গে নিয়ে। সম্প্রতি জানালেন নতুন খবর। তাঁর নতুন একটি গানের টিজার প্রকাশ পেয়েছে। ‘বাজার ভালা না’ শিরোনামের গানটি তাঁর সঙ্গে গাওয়ার পাশাপাশি সুর ও সংগীত করেছেন শাহরিয়ার মার্সেল। সবচেয়ে মজার ব্যাপার, এ গানে ঐশী আর মার্সেলের সঙ্গে মডেল হয়েছেন ঐশীর স্বামী ও অভিনেতা আরেফিন জিলানী। ঐশী বলেন, ‘অনেক দিন থেকেই পরিকল্পনা চলছিল। অবশেষে সফল হচ্ছে। গানটি একটু ভিন্ন ধাঁচের। সবার ভালো লাগবে। গানটির মিউজিক ভিডিওটি আমি ও আমরা সবাই মিলে করেছি। আশা করি, গানটি সবাই শুনবেন।’