কখনো হিন্দি ছবিতে কাজ করা হয়নি সৌমিত্রের। সুযোগ পেয়েছিলেন। সৌমিত্রের কাছে এসেছিল তিনটে বলিউডি ছবির অফারও। তবে না করে দেন তিনি। সৌমিত্র না বলে দেওয়ায় রোল পেলেন অমিতাভ বচ্চন, অমিতাভের কপাল ঘুরিয়ে দিয়েছিল। সেই সিনেমাই ইতিহাস হলো, আফসোস করলেন সৌমিত্র? সময়টা সাতের দশক। পরিচালক হৃষিকেশ মুখোপাধ্যায় লিখে ফেলেছেন ‘আনন্দ’ ছবির চিত্রনাট্য। এবার শুধু নায়ক খোঁজার পালা। হৃষিকেশ মুখোপাধ্যায় ঠিক করলেন রাজেশ খান্না আর সৌমিত্র চট্টোপাধ্যায়কে নিয়েই ছবিটা তৈরি করবেন। সে অনুযায়ী, চিত্রনাট্য পাঠালেন রাজেশ ও সৌমিত্রর কাছে। চিত্রনাট্য পড়েই হ্যাঁ, করে দিলেন রাজেশ। তবে একটু সময় চাইলেন সৌমিত্র। হৃষিকেশ ভেবেছিলেন তাঁর হাত ধরেই সৌমিত্রকে বলিউডে নিয়ে আসবেন। কিন্তু ভাবনার সঙ্গে মিলল না কাজ। কিছুদিন সময় নেওয়ার পরও সৌমিত্র হৃষিকেশকে স্পষ্ট না করে দেন। অন্যান্য বাংলা ছবির সঙ্গে প্রতিশ্রুতিবদ্ধ থাকার জন্যই ‘আনন্দ’ ছবিটি ছেড়েছিলেন সৌমিত্র। তবে আপসোসও হয়েছিল তার, কেননা, ছবির গল্প ও চিত্রনাট্য খুবই পছন্দ হয়েছিল সৌমিত্রর। তবে শোনা যায়, রাজেশ খান্নার সঙ্গে একই ছবিতে নাকি সহঅভিনেতা হতে চাননি সৌমিত্র। আনন্দ ছাড়ার পেছনে নাকি এ কারণও ছিল। ১৯৭১ সালে মুক্তি পায় হৃষিকেশ মুখোপাধ্যায়ের ‘আনন্দ’। পরবর্তীতে আনন্দ দেখেছিলেন সৌমিত্র। আফসোসও করেছিলেন। তবে ডাক্তার ভাস্কর বন্দ্যোপাধ্যায়ের চরিত্রে অমিতাভের অভিনয় দেখে প্রশংসাও করেছিলেন তিনি। সৌমিত্র আর যে দুটি ছবি ছেড়েছিলেন তা হলো ‘কলিযুগ’ এবং ‘পিঙ্ক’। ‘আনন্দ’ ছবির মুক্তির পর হৃষিকেশ মুখোপাধ্যায় এক সাক্ষাৎকারে বলেছিলেন, প্রথমে রাজ কাপুর ও উত্তম কুমারকে নিয়ে আনন্দ তৈরি করার কথা ভেবেছিলাম। তখন এ ছবির নাম ছিল ‘আনন্দ সংবাদ’।
শিরোনাম
- প্রথম আলোর বিরুদ্ধে মামলার আবেদনকারীকে হুমকির অভিযোগ
- এক ঠিকানায় মিলবে সব ‘নাগরিক সেবা’
- এনসিপি কোনো নির্বাচনি জোটে যাবে না : নাহিদ
- দেশে শ্রমিক সমাজ সবচেয়ে অবহেলিত : রিজভী
- কালকিনিতে হাতকড়াসহ পালানো আসামি গ্রেপ্তার
- চট্টগ্রামে দুই বন্ধুর ‘ইয়্যামেজিং’
- ১৪ পুলিশ সুপারকে বদলি
- শিশু আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় সাক্ষ্য দিলেন তিন চিকিৎসক
- ‘২২৭ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি’, অডিওটি শেখ হাসিনার
- তরুণ প্রজন্মকে প্রকৃত রাজনীতি ও সমাজ ব্যবস্থায় ফিরতে হবে: এ্যানি
- আইন মন্ত্রণালয় দ্রুত সময়ে মতামত না দেওয়ায় ইশরাকের গেজেট প্রকাশ ইসির
- চিন্ময় দাসের জামিন হাইকোর্টে
- ‘পাল্টা শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে দর-কষাকষি করব, তাদের চটাব না’
- বগুড়ায় হত্যা মামলায় দুজনের ফাঁসি
- অভিনেতা সিদ্দিক ৭ দিনের রিমান্ডে
- বিমান বাহিনীর অনুশীলন পর্যবেক্ষণ প্রধান উপদেষ্টার
- অভিবাসন সাংবাদিকতার উন্নয়নে ‘মার্সেই সনদ’ সই
- নরসিংদী কারাগারে সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু
- ইটভাটার কালো ধোয়ায় কৃষকের স্বপ্ন পুড়ে ছাঁই
- লক্ষ্মীপুরে দখল-দূষণে বিপন্ন খাল ও নদী উদ্ধারে অভিযান
‘আনন্দ’ ছেড়ে দেওয়ায় আফসোস ছিল সৌমিত্রের
শোবিজ ডেস্ক
প্রিন্ট ভার্সন

সর্বশেষ খবর