'আমার হৃদয় রাঙিয়ে তুমি', 'তোমায় গান শোনাব', 'ক্ষমা করো মোরে', 'তুমি কোন কাননের ফুল', 'তুমি সন্ধ্যার মেঘমালা', 'একটুকু ছোঁয়া লাগে'- রবিঠাকুরের এমন হৃদয়গ্রাহী গান একের পর এক পরিবেশনায় মগ্ন হয়ে এক মায়াবী সন্ধ্যা কাটালেন রাজধানীর গুলশান ক্লাবের সদস্যরা। একই সঙ্গে এসএ টিভির সরাসরি সম্প্রচারে মধুর সংগীত সন্ধ্যাটি উপভোগ করল বাঙালি শ্রোতা-দর্শক।
রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে গত বৃহস্পতিবার এসএ টিভি ও গুলশান ক্লাব যৌথভাবে আয়োজন করে অনুষ্ঠানটির। 'তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ' শিরোনামের সংগীত সন্ধ্যাটি রাজধানীর গুলশান ক্লাবে শুরু হয় সন্ধ্যা সাড়ে ৭টায়। একটানা চলে রাত ১০টা পর্যন্ত। একের পর এক হৃদয়গ্রাহী গানের সুরচ্ছটায় ইট-কাঠ-পাথরের কর্মব্যস্ত নগরজীবনকে পেছনে ফেলে দর্শক-শ্রোতাদের এক স্বপি্নল ভুবনে নিয়ে যান পাপিয়া সারোয়ার, রেজওয়ানা চৌধুরী বন্যা, সাদী মহম্মদ, লিলি ইসলাম, শাকিলা জাফর, চঞ্চল খান, অনিমা রায়, আজিজুর রহমান তুহিন, নন্দিতা ইয়াসমিন, সেলিনা হুদার মতো নন্দিত শিল্পীরা। গানের সময় পুরো হলরুমটি যেন ঢাকা পড়ে যায় নিস্তব্ধতার চাদরে। ফাঁকে ফাঁকে ভরাট কণ্ঠে রবিঠাকুরের প্রেমের কবিতায় নিস্তব্ধতা ভাঙেন শিমুল মুস্তাফা ও শারমিন লাকী। বিশ্বকবির গান ও কবিতায় বুঁদ হয়ে সুন্দর একটি সন্ধ্যা কাটাতে সন্ধ্যার পরপরই গুলশান ক্লাবে আসতে শুরু করেন ক্লাবের সদস্যরা। আসেন ব্যবসায়ী, ডাক্তার, ব্যাংকার, অর্থনীতিবিদ, প্রকৌশলী, সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ বিভিন্ন পেশার মানুষ। প্রাণবন্ত উপস্থাপনা দিয়ে দর্শক-শ্রোতাদের মাতিয়ে রাখেন পূজা সেনগুপ্ত। অবশেষে ফেরার পালা। রাত ১০টার দিকে গুলশান ক্লাবের সভাপতি এরশাদ হোসেন সবাইকে ধন্যবাদ দিয়ে আগামীতেও এমন আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করে অনুষ্ঠানের ইতি টানেন।
অনুষ্ঠানটি প্রযোজনা করেন কামরুজ্জামান রঞ্জু। মিডিয়া পার্টনার ছিল বাংলাদেশ প্রতিদিন, নিউএজ ও স্বাধীন রেডিও।