মুম্বাইয়ের জুহুতে আত্দীয়া রামেলা বচ্চনের ফ্যাশন স্টোর উদ্বোধনের সময় কেলেঙ্ককারি কাণ্ড ঘটিয়ে ফেললেন জয়া বচ্চন। সাংবাদিকের কলার চেপে ধরলেন তিনি। কারণ অনুষ্ঠানে তাকে এক সাংবাদিক প্রশ্ন করেন, অমিতাভ বচ্চনের শরীরের অবস্থা এখন কেমন? বিগ বি-র স্বাস্থ্য নিয়ে আচমকা কথা বলায় মিডিয়ার ওপর ক্ষিপ্ত হয়ে ওঠেন জয়া। এর পরপরই আরেক সাংবাদিক প্রশ্ন করেন, অমিতাভের নাকি ক্যান্সার হতে পারে? স্বামীকে নিয়ে এ কথা শুনতেই তেলে-বেগুনে জ্বলে ওঠে ওই সাংবাদিকের জামার কলার ধরে টান মারেন তিনি।এরপর রেগে অনুষ্ঠানস্থল ছেড়ে বেরিয়ে যান ৬৬ বছর বয়সী এই অভিনেত্রী। হঠাৎ তার এমন ব্যবহারে উপস্থিত সবাই হকচকিয়ে যান।