সন্তানের জন্য মডেল ও অভিনেত্রী কিম কার্দাসিয়ানকে স্বামী কেনি ওয়েস্টের সঙ্গে মাত্রাতিরিক্ত সহবাস করতে নিষেধ করে দিলেন ডাক্তার। এটা তার শরীরের জন্যই নয়, অন্তসত্ত্বা হওয়ার ক্ষেত্রেও সমস্যা তৈরি করতে পারে বলে কিমকে বলেছেন তার ব্যক্তিগত ওই ডাক্তার।
আইএএনএস এর এক প্রতিবেদন থেকে জানা গেছে, ৩৪ বছর বয়সী মার্কিন টিভি তারকা কিম কার্দাসিয়ান সম্প্রতি ফের গর্ভবতী হওয়ার জন্য তার স্বামী র্যাপ গায়ক কেনি ওয়েস্টের সঙ্গে বেশি বেশি সহবাস করছেন। কেনি ওয়েস্টও চেয়েছিলেন চলতি বছরে কিমের জন্মদিনে তাকে একটি সন্তান উপহার দিতে। এজন্য বছরের শুরুতেই কিমের অন্তসত্ত্বা হওয়ার প্রয়োজন ছিল। কিন্তু ভাগ্যবিধাতা তাদের সহায় হননি। এতে যেন আরও ক্ষিপ্র হয়ে পড়েছেন কিম। দৈনিক কয়েকবার করে সহবাস করছেন। কিন্তু ডাক্তার কিমকে এ ব্যাপারে সতর্ক করেছেন। ডাক্তার বলেছেন, কিম সত্যিই যদি পুনরায় গর্ভবতী হতে চান তাহলে তাকে অতিরিক্ত সহবাস থেকে বিরত থাকতে হবে।
কিন্তু মার্কিন টিভি রিয়েলিটি শো 'কিপিং আপ উইথ দ্য কারদাশিয়ান' তারকা কিম ডাক্তারের এই পরামর্শে নাখোশ। তিনি বরং পুনরায় গর্ভবতী হওয়ার জন্য আরেক দফায় স্বামীর সঙ্গে বেশি বেশি সহবাস করার সিদ্ধান্ত নিয়েছেন।
কিম বলেন, 'গত আট থেকে দশ মাস ধরে পুনরায় গর্ভবতী হওয়ার জন্য খুবই নিখুত প্রচেষ্টা চালিয়েছি। কিন্তু সফল হতে পারিনি। এবার আমি গর্ভবতী হওয়ার জন্য যা যা করা দরকার তার সবই করব। এবার আর নিখুঁতভাবে নয় বরং সব উল্টা-পাল্টা কর্মকাণ্ড করে গর্ভবতী হওয়ার চেষ্টা চালাবো আমি। আমি আমার কৌশল পুরোপুরি বদলে ফেলেছি। আশা করছি আমি এবার সফল হব। এখন এছাড়া আর কোনো চিন্তা নেই আমার। আমি সর্বাত্মক চেষ্টা চালাচ্ছি। আমি এখন সবসময় এই একটি বিষয় নিয়েই ভাবছি। আর এ কারণেই আমি আমার চুলের রংও পরিবর্তন করিয়েছি, চুলে সোনালি রং করিয়েছি। এতে মন আরও উৎফুল্ল থাকবে, যা মিলনে বাড়তি আকর্ষণ যোগ করবে।'
এর আগে কিম চুলে প্লাটিনাম রং করিয়েছিলেন।
বিডি-প্রতিদিন/২০ মার্চ ২০১৫/ এস আহমেদ