স্ক্রিপ্ট পছন্দ হলেও শেষ মেষ ব্যোমকেশের ভিলেন হতে রাজি হননি আমির খান। তাহলে তার পরিবর্তে কে আসছেন?
ব্যোমকেশ তৈরির সময়ে আমির খানকে একখানা জাঁদরেল ভিলেনের রোলই দিতে চেয়েছিলেন দিবাকর। কিন্তু তা করতে রাজি হননি আমির। তিনি তখন 'ধুম-থ্রি' বেছে নেন, যদিও সেখানেও তিনি ভিলেনিই করেছেন। তাছাড়াও তাঁকে ভিলেনের মতোই একটি ডার্ক চরিত্রে পাওয়া গিয়েছিল '১৯৪৭ আর্থ' ছবিতেও। তাই ভিলেন হবেন না বলে ব্যোমকেশ- কাজ করেননি এমনটাও তো যুক্তিতে টিকছে না।
একটা প্রশ্ন তবু থেকেই যাচ্ছে, আমিরের বদলে শেষটায় কাকে ভিলেন করা হল? না সেটা কিন্তু এখনও রহস্যেই মুড়ে রেখেছেন দিবাকর।